

26th November 2020 Daily Rashifal – আজকের রাশিফল
আজ আপনার দিনটি (26th November 2020 Daily Rashifal) ভালো মন্দে যাবে। অজানা ভয়কে সরানোর চেষ্টা করুন। কাজের দিকে মনোনিবেশ …
মেষ রাশি :- আজ আপনার দিনটি (26th November 2020 Daily Rashifal) ভালো মন্দে যাবে। অজানা ভয়কে সরানোর চেষ্টা করুন। কাজের দিকে মনোনিবেশ করতে হবে। পরিবারের অনেক কিছু আপনার উপরে নির্ভর করবে। অফিসের পরিস্থিতিতে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। প্রেমের বিষয়ে সতর্ক থাকুন।
মিথুন রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। কাজের জায়গা থেকে নুতন দায়িত্ব প্রাপ্তির সংবাদ পেতে পারেন। ব্যবসাতে বিবাদ মিতে যাবে। প্রতিযোগিতামূলক কাজে বাধা আসতে পারে। মায়ের জন্য চিন্তা ও খরচ বাড়বে। কারও থেকে উপহার পেতে পারেন।
কর্কট রাশি:- আজ আপনার দিনটি কমবেশি ভালোর মধ্য দিয়ে কাটবে। প্রতিবেশীর কোনো ব্যাপারে নাক গলাতে যাবেন না। শরীর খারাপ হতে পারে। চাকরির জন্য নতুন খবর আশা করতে পারেন। পারিবারিক কাজে আরও মনোযোগী হোন।
সিংহ রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। ব্যবসাতে কিছু অর্থ ঋণ করতে পারেন। গবেষণার জন্য দিনটি শুভ। চিকিৎসক ও ঔষধ বিক্রয়কারীদের আয় বৃদ্ধি পাবে। সব কাজ দ্রুত সম্পাদনের চেষ্টা করুন। শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে।
কন্যা রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে। ব্যবসায়ী ও স্বাধীন পেশাজীবীদের আয় বাড়বে।মহিলার প্রতি আবেগ বাড়তে পারে। শরীর নিয়ে একটু চাপ ও চিন্তা হবে। পরিজনের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় থাকতে পারে।
তুলা রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে যাবে। কাজের চাপে স্বাস্থ্য ও মন মেজাজ ভালো যাবে না। নিকটজনের আচরনে কষ্ট পেতে পারেন। অণৈতিক কাজ কর্ম এড়িয়ে চলুন। কাউকে আর্থিক সহায়তা প্রদানের আগে সতর্ক হন। সন্তানের সমস্যা কমবে।
বৃশ্চিক রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে। নিজের বুদ্ধির ভুলের জন্য বিপদ তৈরী হবে। সৃজনশীল কোনো কাজে প্রশংসিত হতে পারেন। সন্দেহ করা নিয়ে নিকটজনের সাথে অশান্তি। কারও দ্বারা আজ উপকৃত হতে পারেন।
ধনু রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে। ব্যবসার জন্য কারও সাহায্য নিতে পারেন। মাথা ঠান্ডা রাখলেই পারিবারিক প্রত্যাশা পূরণ হতে পারে। জমি ও আবাসন সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলা দেখা দেবে। যানবাহন বিক্রির প্রয়োজন হতে পারে।
মকর রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। ব্যবস ক্ষেত্রে বেশ কিছু দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারেন।ফাটকা ব্যবসায় সাবধানে এগোলে লাভ হবে। প্রেমের ব্যাপারে তৃতীয় কাউকে নিয়ে অশান্তি তৈরী হবে। আগুন নিয়ে সতর্ক থাকুন।
কুম্ভ রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে যাবে। বন্ধুর হজে পুরানো বকেয়া কিছু টাকা আদায় হতে পারে। পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হবে। সামাজিক কাজে হাত দেবেন না।
মীন রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। কাজের জায়গাতে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। অসুস্থদের আরোগ্য লাভের সুযোগ আছে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।