

28th November 2020 Daily Rashifal – আজকের রাশিফল
আজ আপনার দিনটি (28th November 2020 Daily Rashifal) ভালো মন্দে যাবে। চোখ কান একটু খোলা রাখুন। কাউকে বিশ্বাস করে অর্থ ধার …
মেষ রাশি :- আজ আপনার দিনটি (28th November 2020 Daily Rashifal) ভালো মন্দে যাবে। চোখ কান একটু খোলা রাখুন। কাউকে বিশ্বাস করে অর্থ ধার দেবেন না। পরিণামে সে আপনাকে চিনতেই চাইবে না। সন্তানদের কাজের উন্নতি আপনাকে খুশি করবে। সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। পড়াশুনাতে চাপ কমবে।
বৃষ রাশি:- আজ আপনার দিনটি ভালোর মধ্যে দিয়ে কাটবে। কাজের জায়গাতে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। উত্তেজনা আজ আপনার বিপদের কারণ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে বন্ধুর সাহায্য পেতে পারেন।
মিথুন রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। অফিসে চাপ বাড়লেও, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। ব্যবসাতে বেশি বিনিয়োগ করতে যাবেন না। প্রয়োজনে রাস্তায় নামলেও সতর্ক থাকবেন। সন্তানের জন্য চিন্তা তৈরী হবে।
কর্কট রাশি:- আজ আপনার দিনটি কমবেশি ভালোর মধ্য দিয়ে কাটবে। অফিসে সংঘাত এড়িয়ে চলুন। পরিস্থিতির সাথে মানিয়ে চলুন। ব্যবসাতে নতুন যোগাযোগ তৈরী হবে। সংসারে সময় দেওয়ার চেষ্টা করুন। আধ্যাত্মীক কাজে তৃপ্তি।
সিংহ রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। অফিসের কাজে মন বসানোর চেষ্টা করতে হবে। অহেতুক অন্যের উপর নির্ভর করে নতুন কাজে হাত দেবেন না। রাস্তাঘাটে দূর্ঘটনা এড়িয়ে চলুন। ব্যবসাতে সুযোগ আসবে।
কন্যা রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে। চাকরির জায়গাতে অস্থিরতা তৈরী হলেও, বিপদ কেটে যাবে। আত্মবিশ্বাস হারাবেন না। ব্যবসাতে টাকা ধার করবেন সাবধানে। মা ও বাবার শরীর খারাপ হতে পারে।
তুলা রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে যাবে। অফিসে অন্যের বিষয়ে মাথা গলাবেন না। ব্যবসাতে একটু সমস্যা থাকবে। চট করে কোনো বড়ো সিদ্ধান্ত নেবেন না।
প্রতিবেশীর সঙ্গে অকারণ ঝামেলা এড়িয়ে চলুন। সংসারে শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে। অফিসে চাপ থাকলেও আপনার দক্ষতা প্রমান হবে। কোনও কাজে বিপদের ঝুঁকি নিয়ে চিন্তা থাকবে। শিল্পী ও কলাকুশলীদের কিছু কাজের যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে সতর্ক হন।
ধনু রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে। অফিসে একটু সতর্ক থেকে কাজ সামলানোর চেষ্টা করুন। ব্যবসাতে স্বাভাবিক লাভ দেখতে পাবেন। জমি বা আবাসন বিষয়ে প্রত্যাশা পূরন হতে পারে। বিদ্যুৎ বিষয়ে সতর্ক হন।
মকর রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। কাজের জায়গাতে সংকট কেটে যাবে। নিজের মতামত প্রতিষ্ঠা করতে যাবেন না। ব্যবসাতে অর্থের সমস্যা থাকলেও, ভাবনার বিষয় নয়। কোনও কাজের যোগাযোগ আসবে।
কুম্ভ রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে যাবে। অফিসে বিতর্কে জড়াবেন না। সহকর্মীদের থেকে দূরে থাকুন। ব্যবসাতে টাকা উদ্ধার করতে সময় লাগবে। তবে আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। রক্তচাপ বাড়ায় সমস্যা তৈরী হবে।
মীন রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। অফিসে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে। নতুন করে বিনিয়োগ করবেন না ব্যবসাতে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। প্রেমে সমস্যা বাড়বে।