

2nd December 2020 Daily Rashifal – আজকের রাশিফল
আজ আপনার দিনটি (2nd December 2020 Daily Rashifal) কম বেশি ভালো যাবে। মানুষের সাথে মিশবেন, কিন্তু সতর্ক হয়ে কথা বলবেন।
মেষ রাশি :- আজ আপনার দিনটি (2nd December 2020 Daily Rashifal) কম বেশি ভালো যাবে। আনন্দের সাথে কাজ শুরু করুন। পুরানো সমস্যা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। রাস্তার পশুদের থেকে সতর্ক থাকুন। ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসাতে কিছু লাভ করতে পারবেন। পারিবারিক জীবনে শান্তি আসবে। প্রেমে জটিলতা কমবে।
বৃষ রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে। উত্তেজনা নিয়ন্ত্ৰৰে রাখুন। পরিশ্রমের জন্য আপনার শরীর খারাপ হতে পারে। অনৈতিক সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখতে হবে। পারিবারিক সম্পত্তি বিবাদ তৈরী হবে।
মিথুন রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। অফিসের কাজে চাপ থাকলেও উত্তেজিত হবেন না।খুব সাধারণ বিষয়ে প্রতিবেশীর সঙ্গে অশান্তি হতে পারে। আজ সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে কষ্ট বাড়বে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবেন।
কর্কট রাশি:- আজ আপনার দিনটি কমবেশি ভালোর মধ্য দিয়ে কাটবে। গাড়ি এড়িয়ে চলুন ও রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। নিকটজনের কাছ থেকে কিছু টাকা সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। অকারণ খরচ বাড়ায় সঞ্চয় কমবে।
সিংহ রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। অংশীদারি ব্যবসায় ক্ষতি হতে পারে। নেশার প্রতি আসক্তি বাড়তে পার। জমি বা বাড়ি কেনার বিষয়ে গুরুজনদের কথা মেনে চলুন। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা থাকবে।
কন্যা রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। আজ বিষয়ের জটিলতা থেকে রেহাই পেতে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। সঞ্চয়ের প্রচেষ্টায় সফল হতে পারেন। বন্ধুর খবর মিলতে পারে। উচ্চবিদ্যার জন্য ভাল সময়।
তুলা রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে যাবে। খাবারের সমস্যার জন্য পেটের সমস্যায় ভুগতে পারেন। সন্তানদের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসার জায়গাতে বা অফিসে মাথা ঠান্ডা রাখুন। কাছের মানুষদের সাথে বিবাদ।
বৃশ্চিক রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে। বাড়ির বড় কোনও বিপদ থেকে বুদ্ধি বলে উদ্ধার পাবেন। পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। প্রেমে নতুন করে সমস্যা তৈরী হতে পারে। আয়ের তুলনায় বাড়বে। ব্যবসাতে বিনিয়োগ করবেন না।
ধনু রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময় বিশেষ ভাল ন। কাজের জায়গাতে উন্নতি হবে। পরিবারে খরচ বাড়ায় সঞ্চয় কম হবে। মায়ের শরীর নিয়ে একটু চিন্তা বাড়বে। সন্তানের পাশে থাকুন।
মকর রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন। বাবা ও মায়ের পরামর্শে সেই বিপদ থেকে উদ্ধার পাবেন। লিভারের সমস্যায় ভোগার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্য মিলবে।
কুম্ভ রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে যাবে। শরীর-স্বাস্থ্য নিয়ে যন্ত্রণায় কষ্ট পাবেন। সন্তানদের লেখাপড়া ভাল হবে। অতিরিক্ত লাভের আশায় চাপ বাড়তে পারে ব্যবসাতে। পারিবারিক জীবনে শান্তি আসবে। প্রেমে সমস্যা আছে।
মীন রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। অন্যের কোথায় বিশ্বাস রেখে নতুন ব্যবসা শুরু করবেন না। অফিসের কাজে উন্নতির যোগ রয়েছে। নিকটজনের কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও আঘাত লাগতে পারে।