

5th December 2020 Daily Rashifal – আজকের রাশিফল
আজ আপনার দিনটি (5th December 2020 Daily Rashifal) কম বেশি ভালো যাবে। সমস্যা থাকলেও তা কেটে যাবে। অকারণ উদ্বেগ করবেন …
মেষ রাশি :- আজ আপনার দিনটি (5th December 2020 Daily Rashifal) কম বেশি ভালো যাবে। সমস্যা থাকলেও তা কেটে যাবে। অকারণ উদ্বেগ করবেন না। প্রয়োজন ছাড়া উদার হতে যাবেন না। ব্যবসাতে কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন। প্রভাবশালী কোনো আমলার সাহায্যে মামলার জট কাটতে চলেছে।
বৃষ রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে। কিছু অতিরিক্ত খরচ হতে পারে। রাস্তায় নামবেন না। আমদানী রপ্তানী ব্যবসায় ব্যাংকের সহায়তা মিলবে। চাকরিজীবীদের জন্য দিনটি খুব ভাল নয়। সৃজনশীল কাজে সম্মান পেতে পারেন। আধ্যাত্মীক কাজের জন্য শান্তি মিলবে।
মিথুন রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। ব্যাংক ও ব্যক্তি ঋণ এর টাকা পরিশোধের জন্য চাপ তৈরী হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ও শেয়ার বিনিয়োগে সতর্ক হবেন । রাস্তাতে সাবধানে যানবাহন চালাবেন। অর্থনৈতিক উভয় ক্ষেত্রে ভালো যেতে পারে।
কর্কট রাশি:- আজ আপনার দিনটি কমবেশি ভালোর মধ্য দিয়ে কাটবে। ব্যবসাতে কিছুটা উৎকন্ঠা লেগে থাকবে। অংশিদারী ব্যবসায়ীরা কিছু লাভের আশা করতে পারেন। অলৌকিক কোনও কারণে ভয় পেতে পারেন।নিকটজনের শারীরিক অবস্থার উন্নতি হবে।
সিংহ রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। অফিসে চোখ-কান খোলা রাখবেন। কোনো মূল্যবাণ দ্রব্যাদি নষ্ট করতে পারেন। নিজের রাগ ও জেদকে কমাতে হবে। যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা রাখুন। নেশার বিষয়ে সতর্ক হন।
কন্যা রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে। ব্যবসায় দক্ষতা বৃদ্ধি পাবে, উপার্জনের জন্য আজ সহায়ক হবে। বড় দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে শান্তি পাবেন। সৃজনশীল পেশাজীবীদের প্রতারিত হওয়ার আশঙ্কা প্রবল। সন্তানের পড়াশোনা নিয়ে সমস্যা কাটবে।
তুলা রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে যাবে। ব্যবসায়ীক কাজে কাছের বন্ধুর সাহায্য পেতে পারেন। জমি ও আবাসন সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানাতে হবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক থাকবে।
বৃশ্চিক রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে। নিকটজন থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। আজ আপনার শরীর-স্বাস্থ্য ভালো যাবে। প্রেম একটু বিবর্ণ হতে পারে। সাংবাদিকরা পেশাগত ভাবে প্রশাসনিক প্রতিবন্ধকতার সামনে আসতে পারেন।
ধনু রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে। অংশিদারী ব্যবসায় কিছু সমস্যা দেখা দেবে। কাছের জনের মন ভালো যাবে না। কিছু লোভনীয় অফার পাবেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলবেন। অবিবাহিতদের বিবাহের ক্ষেত্রে বাধা তৈরী হবে।
মকর রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। অফিসে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি আসতে পারে। অসুস্থদের সুস্থ্য লাভের সম্ভাবনা আছে। ব্যবসায়ীক বিষয়ে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রেমে সাফল্য আছে। রাস্তায় সাবধান থাকুন।
কুম্ভ রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে যাবে। সাংসারিক প্রয়োজনে ব্যয় বাড়তে পারে। টাকা পাঠানোর ক্ষেত্রে ঝুঁকি নেবেন না। ব্যবসার ক্ষেত্রে বন্ধুর সাহায্য পেতে পারেন। পিঠের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। প্রেমে দুঃশ্চিন্তা কমবে।
মীন রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। সৃজনশীল কাজে প্রশংসা পাবেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। সহকর্মীর সাথে বিতর্ক এড়িয়ে চলুন।