

আজকের রাশিফল – 6th January 2021 Daily Rashifal
আপনার দিনটি (6th January 2021 Daily Rashifal) কম বেশি ভালো যাবে। খুব সহজে কাউকে বিশ্বাস করবেন না। দরকারি কাগজপত্র সাবধানে …
মেষ রাশি:- আজ আপনার দিনটি (6th January 2021 Daily Rashifal) কম বেশি ভালো যাবে। খুব সহজে কাউকে বিশ্বাস করবেন না। দরকারি কাগজপত্র সাবধানে রাখবেন। কাজে ও আর্থিক ক্ষেত্র কিছুটা অগ্রগতি হবে। আধ্যাত্মিক কাজে মনযোগী হন। অফিসের সমস্যা মিটে যেতে পারে।
বৃষ রাশি:- আজ আপনার দিনটি ভালোর মধ্যে দিয়ে কাটবে। অপ্রত্যাশিত ভাবে কিছু অর্থ লাভ হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা আছে। কাজের জায়গাতে মানসিক চঞ্চলতা ও উত্তেজনা বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সাথে অযথা মনোমালিন্যের সৃষ্টি। শারীরিক সমস্যা থাকবে।
মিথুন রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। শারীরিক দিক থেকে একটু অস্বস্তি বোধ করবেন। কাজের ক্ষেত্রে কোনো সুসংবাদ পাবেন। কাজের প্রতি অনিহা আসতে পারে। অযথা বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। প্রেমে মানসিক সম্পর্কের উন্নতি। ব্যবসাতে উন্নতি হবে তবে স্বাস্থ্য ভাল যাবে না।
কর্কট রাশি:- আজ আপনার দিনটি কমবেশি ভালোর মধ্য দিয়ে কাটবে। ব্যবসাতে আয়ের ক্ষেত্র কিছুটা উন্নতি হবে। বাড়িতে মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও ব্যাপারে অকারণ মানসিক শান্তি বিঘ্নিত করবে। লটারি বা ফাটকার চেষ্টা না করাই ভাল। অকারণ বাড়তি খরচ হবে। কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগের সম্ভাবনা।
সিংহ রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। নতুন কাজের কোনও ভাল সুযোগ নষ্ট হতে পারে। হঠাৎ কিছু টাকা হাতে আসবে। অনেক জটিল সমস্যা নিরসন করা সম্ভব হবে। মা ও বাবার সহায়তা নিলে উপকার হবে। অফিসে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে।
কন্যা রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে। সমস্যা থাকলেও প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। আধ্যাত্মিক কাজে মনযোগী হলে মন ভালো থাকবে। নিকটজন সম্পর্কে উৎকণ্ঠা বা অশুভ সংবাদ পেতে পারেন। উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা মিলবে।
তুলা রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে যাবে। কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যয় থাকলেও প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারবেন। কোনও সাময়িক দুশ্চিন্তার সৃষ্টি হবে। পারিবারিক বিষয়ে আপনাকে নতুন করে উদ্যোগ নিতে হবে। প্রেমে সমস্যা আসতেই পারে।
বৃশ্চিক রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে। ব্যবসাতে কিছু আর্থিক ক্ষতিও হবে। কোনো ধরনের আর্থিক ঝুঁকি নেওয়ার আগে একটু চিন্তা করুন। অফিসের কাজে ভুল বোঝাবুঝি ও মানসিক শান্তি নষ্ট হবে। অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। প্রেমে অশান্তির সৃষ্টি করবে।
ধনু রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে। কাজে ও আর্থিকক্ষেত্র কিছুটা শুভ। পরিবারে কারও সাথে অযথা মনোমালিন্য হতে পারে। হিসেব করে চললেও আর্থিক ক্ষতি হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। অবাঞ্ছিত কোনও ঘটনা মানসিক কষ্ট দেবে। প্রেমে গভীরতা বাড়বে।
মকর রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। ব্যবসার কাজে দেনা করতে হতে পারে। নিকট আত্মীয়ের সাথে মতবিরোধ দেখা দেবে। অতিরিক্ত রাগের জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে। বাড়িতে অযথা ব্যয় বাড়তে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনায় শান্তি মিলবে।
কুম্ভ রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে যাবে। কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ ও আর্থিক দিক উন্নত হবে। বাড়িতে মনোমালিন্যের সৃষ্টি হবে। ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। কোনও প্রচেষ্টা শেষ মুহুর্তে নষ্ট হতে পারে। অনৈতিক কাজে পা দেবেন না। সন্তানের দিকে নজর দিন।
মীন রাশি:- আজ আপনার দিনটি ভালো মন্দে কাটবে। মানসিক উৎফুল্লতা বাড়বে। নিকট আত্মীয়ের বিষয়ে উৎকণ্ঠা বাড়তে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয়ের অশুভ সংবাদ পেতে পারেন। আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে।