

মকর রাশি নভেম্বর ২০২০ – Capricorn November 2020
মকর রাশির জাতক জাতিকাদের (Capricorn November 2020) জন্য বেশ চ্যালেঞ্জিং। পরিকল্পনা করে কাজ করলে অনেক অসম্ভবকে সম্ভব …
নিজস্ব প্রতিবেদন: এই নভেম্বর মাস, মকর রাশির জাতক জাতিকাদের (Capricorn November 2020) জন্য বেশ চ্যালেঞ্জিং। পরিকল্পনা করে কাজ করলে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবেন। পারিবারিক বিষয় সকলের সাথে শেয়ার করবেন না। কাজের জায়গাতে অকারণ বাড়ির সমস্যাগুলি নিয়ে ভাবতে যাবেন না। এর ফলে সুযোগগুলো নষ্ট হতে পারে। ফলে আপনার উত্পাদনশীলতা হ্রাস পাবে। একটি সতর্ক হলেই, এই মাসে লাভজনক কাজে নামতে পারেন। এই লাভের জন্য মানুষের মধ্যে আপনার সুনাম বৃদ্ধি পাবে।
এই নভেম্বর মাসে, আপনি আত্মবিশ্বাসের সাথে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সক্ষম হবেন। আপনি নিজের অর্থনৈতিক বিষয়টিকে মজবুত করতে প্রচুর চেষ্টা করবেন। আর এই নিরলস চেষ্টার কারণে আপনি এই মাসে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। নতুন কাজের জায়গাতে ও বাড়ি-জমিতে বিনিয়োগ করতে পারেন। ব্যাঙ্কের ঋণ অনুমোদিত হতে পারে। এই রাশির ছাত্রছাত্রীদের পড়াশুনা ভালো হবে। তবে ঘরে থেকে পড়াশুনা করার চেষ্টা করুন। আপনি অনলাইন কোর্সে যোগদান করতে পারেন। দ্রুত সফলতা মিলবে।
মকর রাশির মানুষদের, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি স্বাভাবিক হবে। এই মাসে খুব কাছের মানুষ, আপনার প্রেম জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিবাহিত ব্যক্তিদের জন্য একটু সমস্যার। অকারণ কাউকে সন্দেহ করতে যাবেন না। এই মাসে শরীর স্বাস্থ্য কমবেশি ভালো যাবে। দাঁতে কিছু সমস্যা হতে পারে। আপনার শরীরের বাম পাশে একটু সমস্যা হতে পারে।
রোজ ভোরবেলা, “ওং তত্ত্বপুরশায় বিদমহে, মহাদেবায় ধেমিহি তন্নো রুদ্র প্রহোদায়াত” মন্ত্রটি ১০৮ বার জপ করুন।