

Libra September 2020: তুলা রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে (Libra September 2020) পেশা ও কেরিয়ারের দিক ভালো হতে চলেছে। কেননা মাসের শুরুতে শুক্রের …
নিজস্ব প্রতিবেদন: তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে (Libra September 2020) পেশা ও কেরিয়ারের দিক ভালো হতে চলেছে। কেননা মাসের শুরুতে শুক্রের গোচর কর্কট রাশিতে হওয়ার ফলে আপনার দশম ভাবে প্রবেশ করবে। এই সময় আপনার আর্থিক বিষয় উর্বর হবে। মালিকের অনুগত থাকার জন্য সুনাম লাভ করতে পারবেন। অফিসে কিছু পরিবর্তন হতে পারে। আপনার ও পরিবারের মধ্যে খুশির আবহ থাকবে। এই সময় আপনি নিজের ভবিষ্যৎকে মজবুত করতে কিছু ভালো বীমার পরিকল্পনা করতে পারেন।
এই মাসে বাড়ির কোন কাজকর্মের সম্ভবনা আছে। এই সময় কোন প্রকারের অর্থ লেনদেন করবেন না। সামান্য অর্থের জন্য নিকট জনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। মানসিক দিক দিয়ে অস্থির ভাব একটু বেশি থাকবে। গরিবদের সাহায্য করতে পেরে আনন্দ মিলবে। বিদ্যার্থীদের জন্য এই মাস ভালো থাকতে চলেছে। পরীক্ষার ফল ভালো হওয়ার সম্ভাবনা আছে। প্রতিবেশীদের কাছে খুব সুনাম পাবেন। বিবাহিত জাতকদের জন্য এই সময় ভালো থাকবে।
এই সময় আপনার কান, নাক বা গলার সমস্যা হতে পারে। চুল ঝরে পড়া বিরক্তের কারণ হতে পারে। ত্বকের এলার্জি হতে পারে। বাড়িতে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। নিকট বন্ধুর জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিদেশ যাওয়া নিয়ে আলোচনা থাকলেও এড়িয়ে যাবেন। বিদ্যুতের বিষয়ে একটু সতর্ক থাকুন। প্রত্যেক ভোরবেলা সূর্যোদয়ের সময় “শ্রী লক্ষী বন্দনা” করুন ।