

মিথুন রাশি ডিসেম্বর ২০২০ – Mithun Rashi December 2020
এই মাসে, (Mithun Rashi December 2020) আপনার কর্মজীবনে কিছু সমস্যা বা বাধা তৈরি করতে পারে। যদিও আপনার বিচক্ষণতা ও কর্মদক্ষতা …
নিজস্ব প্রতিবেদন: ডিসেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। নিকটজনকে সহজে বিশ্বাস করবেন না। এরাই এই মাসে, (Mithun Rashi December 2020) আপনার কর্মজীবনে কিছু সমস্যা বা বাধা তৈরি করতে পারে। যদিও আপনার বিচক্ষণতা ও কর্মদক্ষতা সেই সমস্যাকে সমাধান করতে সক্ষম হবে। নিজের ব্যবসাতে আশার আলো দেখতে পাবেন। কিন্তু অংশীদারি ব্যবসাতে কিছু বিরোধ সামনে আসতে পারে। সেক্ষেত্রে প্রাপ্ত আয় ও লাভের পরিমান কিছুটা কমতে পারে। তবে মাসের তৃতীয় সপ্তাহ থেকে আপনার ভালো পরিবর্তন আসবে।
[ আরো পড়ুন ] ১৫১ বছর পর কাল সর্পদোষ কাটছে কার কার ?
এই ডিসেম্বর মাসে, নিজের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ জিনিসগুলো যত্ন সহকারে রাখার চেষ্টা করুন। কিছু দরকারি জিনিস হারিয়ে যেতে বা চুরি হতে পারে। বাইরে বেড়াতে গেলে ব্যাগগুলিকে নিজের কাছে রাখবেন। এই মাসে বেশকিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ হতে পারে। এইসব মানুষের সুপরামর্শ আপনাকে সমৃদ্ধ করবে। বাড়িতে নতুন অতিথি আসতেই পারে। এর ফলে গোটা পরিবার আনন্দে মেতে উঠবে। মাঙ্গলিক কাজে সংসারে শ্রীবৃদ্ধি হবে। মনের ভিতর জমে থাকা হতাশা ধীরে ধীরে কেটে যাবে।
[ আরো পড়ুন ] অম্বুবাচীর ব্রতের মাঝে প্রাচীন পবিত্র ধর্মীয় ভাবাবেগ
প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ছাত্রছাত্রীরা এই মাসে ভালো ফল করতে পারবে। উচ্চশিক্ষার কারণে বিদেশে যাওয়ার চেষ্টা সার্থক হতে পারে। নতুন সম্পর্ক আপনার জীবনে উৎসাহ বাড়িয়ে তুলবে। দাম্পত্য জীবনে সুসম্পর্ক বজায় থাকবে। স্ত্রীকে নিয়ে কাছে-দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। সরিষা স্বাস্থ্য কমবেশি ভালো মন্দে কাটবে। এই মাসে রাস্তায় আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। কাঁধে ও ঘাড়ে ব্যাথার সমস্যা থাকবে। বাবার শরীরের দিকে একটু নজর দিতে হবে। প্রত্যেকদিন ভোরবেলা ” ওম নারায়ণ বিদ্যামে — বাসুদেবায় ধীমী — তন্নো বিষ্ণু প্রকোদায়েত” মন্ত্রটি জপ করুন।