

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরে ১৬৫০ জন নিয়োগ হবে
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৯ ধরনের পদে ১ হাজার ৬৫০ জনকে (Health department job) নেওয়া হবে। অনলাইনে ওয়েবসাইটের …
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ এইমুহূর্তে একজট হয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। সংক্রমণ প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে। এই অবস্থায় দেশের চিকিৎসা দপ্তরকে সমৃদ্ধ করতে চায় সরকার। সেই কারণেই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৯ ধরনের পদে ১ হাজার ৬৫০ জনকে (Health department job) নেওয়া হবে। অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৫ই জুলাই সকাল ১০টা থেকে ২০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।
এই সকল পদে প্রার্থী নিয়োগ করা হবে –
১। মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি) : ৪৬০টি
২। মেডিকেল টেকনিশিয়ান (অ্যানেসথেসিয়া) : ৩০২টি
৩। মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) : ৩০২টি
৪। মেডিকেল টেকনিশিয়ান (বায়োমেডিকেল): ২১১টি
৫। মেডিকেল টেকনিশিয়ান
(ইটিটি): ১২২টি
৬। মেডিকেল টেকনিশিয়ান (পারফিউশনিস্ট): ১টি
৭। মেডিকেল টেকনিশিয়ান
(সিমুলেটর): ২টি
৮। মেডিকেল টেকনিশিয়ান
(অর্থোপেডিকস): ২টি
৯। মেডিকেল টেকনিশিয়ান
(ইকো): ২৪৮টি
[ আরো পড়ুন ] বাংলাদেশে প্রবীণদের করোনার নমুনা সংগ্রহ বাসা থেকে
বাংলাদেশের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৯ ধরনের পদে ১ হাজার ৬৫০ জনকে নিয়োগ করা হবে। এই সব পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে যেকোন প্রতিষ্ঠানে ৩ বছরেরর বাস্তব কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

