

Abdul Mazed Case: আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের (Abdul Mazed Case) প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি। গতকাল দুপুরে স্বরাষ্ট্র …
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের (Abdul Mazed Case) প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি। গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই আবেদন পাঠানো হয়েছিল। প্রায় দুই দশক ধরে ভারতে পালিয়ে থাকার পর দেশে ফিরে গত ৭ই মার্চ ভোরে গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ। আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানার ফাইল রাষ্ট্রপতির কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।


বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই ফাইল কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এখন কারা বিধি ও সরকারের নির্দেশনা অনুযায়ী কারা কর্তৃপক্ষ ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনী আব্দুল মাজেদ বাংলাদেশে আসার আগে ভারতের কলকাতায় ২৩ বছর পালিয়ে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘আবদুল মাজেদ প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছিলেন। যেহেতু রাষ্ট্রপতি তাঁর আবেদন নাকচ করেছেন, সেহেতু যেকোনো সময় এ খুনির মৃত্যদণ্ড কার্যকর করা হবে।’
বাংলাদেশে নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ – আরও জানতে ক্লিক করুন …
বঙ্গবন্ধুকে হত্যা করার পর আরও কয়েকজন খুনির সঙ্গে আবদুল মাজেদ প্রথমে লিবিয়ায় চলে যান। বুধবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন আবদুল মাজেদ। আজ কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন জানান, ‘মাজেদের মৃত্যুদণ্ড কার্যকরে বিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এখন সরকার যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই কারা কর্তৃপক্ষ কাজ করবে। পুরো বিষয়টি এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।’