

Ajit Doval in Srinagar: শান্তিপূর্ণ ভুস্বর্গের রিপোর্ট কেন্দ্রকে
Ajit Doval in Srinagar: ৩৭০ ধারা বাতিলের পর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে অমিত শাহের মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠিয়েছেন তিনি।
Ajit Doval in Srinagar: দেশের ভূস্বর্গে থেকে নিরাপত্তা ব্যবস্থার প্রতি কড়া নজর রেখেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ৩৭০ ধারা বাতিলের পর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে অমিত শাহের মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠিয়েছেন তিনি। ডোভাল জানিয়েছেন, ‘জম্মু ও কাশ্মীরে শান্তি রয়েছে। কোনও ঘটনা ঘটেনি। কোনও বিক্ষোভ হয়নি। মানুষ নিজেদের জরুরি কাজে বেরিয়েছে।’
জম্মু-কাশ্মীরে বন্ধ ইন্টারনেট-কেবল পরিষেবা, মোবাইল-ল্যান্ডলাইনও কাজ করেছে না। শুধু চালু রয়েছে শুধুমাত্র সেনার স্যাটেলাইট ফোন। যদিও ইন্টারনেট-কেবল চালু হওয়ার পর নতুন করে অশান্তির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র। সেইরকম পরিস্থিতি মোকাবিলায় এবং প্রশাসনিক ও নিরাপত্তা প্রক্রিয়া স্বাভাবিক রাখতে বেশ কিছুদিন অজিত ডোভালের অস্থায়ী ঠিকানা হবে শ্রীনগর|
কোনও কারণে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলেও কোনও সমস্যা নেই৷ উচ্চপদস্থ এক সেনা আধিকারিক জানাচ্ছেন, আগামী ৩ মাসের জন্য কাশ্মীরিদের পর্যাপ্ত রসদ মজুত আছে৷ তাই যুদ্ধের আবহেও চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন এক সেনা কর্তা ৷ সরকারের তরফে সেনা সূত্রে জানানো হচ্ছে, “আপনারা শান্তি বজায় রাখুন৷ আপনাদের সুরক্ষায় অনেক সেনা মোতায়েন করা হয়েছে৷ কোনও সমস্যা হবে না৷”
জম্মু, কাশ্মীর ও লাদাখ যখন ৩৭০ নম্বর ধারা ও ৩৫ এ নিয়ে ব্যাস্ত, ঠিক তখনি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক ডেকে পাঠায় জাতীয় নিরাপত্তা আধিকারিক অজিত কুমার দোভালকে | তাকে শ্রীনগর পাঠানো হয়েছে পরিস্থিতির বিশ্লেষণ ও ভবিষৎ পর্যালোচনা করতে |