

‘শহিদ’ স্মরণে বিজেপি – বাঁধা মঞ্চ খুলেছে রাজ্য পুলিস
রাজ্য বিজেপির (Bengal BJP protests) পক্ষ থেকে কলকাতার বাবুঘাটে প্রস্তুতি খতিয়ে দেখেন নেতারা। যদিও সংক্রমণের কারণে এই আয়োজন হবে সীমিত …
নিজস্ব সংবাদদাতা: আগামীকাল মহালয়া। দেবীপক্ষের সূচনাকে অন্য ভাবে কাজে লাগাতে চাইছে বঙ্গের বিজেপি। এবছরও মহালয়ায় ‘শহিদ’ দলীয় কর্মীদের উদ্দেশে তর্পণ করবেন একাধিক বিজেপি নেতারা। রাজ্য বিজেপির (Bengal BJP protests) পক্ষ থেকে কলকাতার বাবুঘাটে প্রস্তুতি খতিয়ে দেখেন নেতারা। যদিও সংক্রমণের কারণে এই আয়োজন হবে সীমিত পরিসরে। যদিও সংসদের অধিবেশন থাকায় এবারের তর্পণে অংশগ্রহণ করতে পারবেন না বিজেপির রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ।


তবে এই আয়োজন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। এবার করোনা পরিস্থিতির মধ্যে এই উদ্যোগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বাগবাজার ঘাটে তর্পণের জন্য বাঁধা মঞ্চ খুলে দিয়েছে রাজ্যের পুলিস। বাবুঘাটের সেই ঘাটে বেশকিছু পুলিস মোতায়েন করা হয়েছে। একই সাথে কিছু মহিলা পুলিসও আছেন বাগবাজার ঘাটে। আজ বুধবার সকালে বিজেপি কর্মীরা গঙ্গাঘাটে আসেন। তাদের সাথে শহিদদের পরিবারের লোকজনরা আসেন। তর্পণ করতে আসা বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে চলে গেলেও গোটা এলাকাটিকে ঘিরে রাখে পুলিস।
[ আরো পড়ুন ] পুজোর আগেই সরদার চূড়ান্ত চার্জশিট ! – মামলার সাক্ষী IPS
জানা যাচ্ছে শুধু দক্ষিণবঙ্গের ‘শহিদ’ পরিবারগুলিকে নিয়েই এই তর্পণ করবেন রাজ্যের বিজেপি নেতারা। গঙ্গার ঘটে মোট ২২টি পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। একথা জনিয়েছেন বিজেপি নেতা সৌরভ শিকদার। মহালয়ায় বাগবাজার ঘাটে তর্পণ করবেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেনন। এদের সাথে থাকার কথা আছে থাকবেন মুকুল রায় ও রাহুল সিনহার। গত বছর এই তর্পণ করেছিলেন বিজেপির সর্ভভারতীয় সভাপতি জেপি নড্ডা। তার সাথে ছিলেন ৮০ জন ‘শহিদ’ পরিবারের সদস্য।
[ আরো পড়ুন ] এবার রেশন তুলতে মোবাইলের ওটিপি ও আধার সংযুক্তি