

Holiday on 14th April: ১৪ই এপ্রিল সারা দেশে ছুটি ঘোষণা
কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে আগামী ১৪ই এপ্রিল (Holiday on 14th April) মঙ্গলবার গোটা দেশে যত কেন্দ্রীয় সরকারি …
এইমুহূর্তে গোটা দেশবাসী ওই দিনটির দিকে তাকিয়ে আছে। ২১দিনের লকডাউন শেষ হচ্ছে। ১৪ই এপ্রিল থেকে আবার কি সবাইকে গৃহবন্দী হয়ে থাকতে হবে! নানা বিপদের আশংখায় ভুগছে দেশবাসী। কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে আগামী ১৪ই এপ্রিল (Holiday on 14th April) মঙ্গলবার গোটা দেশে যত কেন্দ্রীয় সরকারি অফিস, শিল্প সংস্থা রয়েছে সব ছুটি থাকবে। ওই দিনেই আবার ভারতীয় সংবিধানের জনক ডঃ বি আর আম্বেডকরের জন্মদিন ৷


সেই দিন আবার বাংলায় পয়লা বৈশাখ। নতুন বছরের সূচনার দিন। কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এন আই অ্যাক্টে এই ছুটি দেওয়া হচ্ছে। তবে লকডাউনের মধ্যে কোভিড-১৯ মোকাবিলায় যে সব জরুরি পরিষেবা চালু রয়েছে তা বন্ধ থাকবে না ওই দিন। এদিকে আগামীকাল সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৮ই এপ্রিলের সর্বদলীয় বৈঠকে ডাকেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই একাধিক রাজ্য সরকার প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে, লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য।
শবরীমালা মন্দির আনছে ডিজিটাল পুজো – আরও জানতে ক্লিক করুন …
বিপুল জনসংখ্যার দেশ ভারতে সংক্রমণ অনেকটা গতি অনেকটাই ধীর। তার প্রধান কারণ লকডাউন। এর আগে ২৪শে মার্চ জাতির উদ্দেশে ভাষণে ২৫শে মার্চ থেকে একটানা ২১ দিনের লকডাউন জারির ঘোষণা করেন তিনি। ওই লকডাউনের মেয়াদ শেষ হবে ১৪ই এপ্রিল। মনে করা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংক্রমণ প্রবণ এলাকাগুলোতেই বেশি কড়াকড়ি করা হবে। এর ফলে একটা নির্দিষ্ট পরিকাঠামোতেও কাজ করতে পারবে সরকার। ফলে নতুন করে সংক্রমণ বৃদ্ধির হার কম হতে পারে।