

Golden Globes 2020: জয়ের হাসি উঠলো ছাপিয়ে
আমেরিকায় একাডেমি পুরস্কার ও গ্র্যামি পুরস্কারের পরই সবচেয়ে বেশি দেখা হয় গোল্ডেন গ্লোব পুরস্কার (Golden Globes 2020) প্রদান অনুষ্ঠান। …
গোল্ডেন গ্লোব পুরস্কার দেশী-বিদেশী চলচ্চিত্র ও টেলিভিশন প্রোগ্রামের জন্য প্রদান করা হয়। এই মার্কিন পুরস্কারটি প্রতি বছর আনুষ্ঠানিক ডিনারের মাধ্যমে প্রদান করা হয়। সেই ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন পুরস্কারটির আয়োজন করে আসছে। এটা হলিউডের জন্য ফান্ড সংগ্রাহক হিসেবে কাজ করে। আমেরিকায় একাডেমি পুরস্কার ও গ্র্যামি পুরস্কারের পরই সবচেয়ে বেশি দেখা হয় গোল্ডেন গ্লোব পুরস্কার (Golden Globes 2020) প্রদান অনুষ্ঠান। ব্রিটেনের বাফটা অ্যাওয়ার্ডকে এই পুরস্কারের সমমানের হিসেবে গণ্য করা হয়।


গতকাল রবিবার রাতে লস অ্যাঞ্জেলেসের বেভার্লি হিলসের বেভার্লি হিল্টন হোটেলে আয়োজিত হয়েছিল প্রতিক্ষিত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২০। অ্যাঞ্জেলেস-এর বেভার্লি হিল্টন হোটেলে আয়োজিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই নিয়ে পঞ্চম বার অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রিকি গার্ভে। আলোর রোশনাইতে হরে ওঠে গোটা মঞ্চ। চলচ্চিত্রের সেরাদের আসর মাতিয়ে দিয়েছে গোটা বিনোদনের বিশ্বকে। ইতিহাস জানাচ্ছে, মেরিল স্ট্রিপ সর্বাধিক ৭ বার গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন। সবচেয়ে বেশি ২২ বার মনোনয়ন পেয়েছেন যৌথভাবে জ্যাক লেমন ও মেরিল স্ট্রিপ।


এবার দেখে নেওয়া যাক এবারের সফলদের তালিকা– শ্রেষ্ঠ মোশন পিকচার (ড্রামা)— ১৯১৭ শ্রেষ্ঠ মোশন পিকচার (মিউজিকাল/কমেডি)—ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড, শ্রেষ্ঠ মোশন পিকচার (বিদেশি ভাষা)— প্যারাসাইট, শ্রেষ্ঠ পরিচালক (মোশন পিকচার্স)— স্যাম মেন্ডিস, ১৯১৭ ছবির জন্যে,শ্রেষ্ঠ চিত্রনাট্য (মোশন পিকচার)— তারান্তিনো, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড,শ্রেষ্ঠ অভিনেত্রী (মোশন পিকচার, ড্রামা)—রেনে জেলওয়েজার (জুডি ছবির জন্যে),শ্রেষ্ঠ অভিনেতা (মোশন পিকচার, ড্রামা)—জোয়াকিন ফিনিক্স (জোকার),শ্রেষ্ঠ অভিনেত্রী (মোশন পিকচার,মিউজিকাল/কমেডি)—অকওয়াফিনা (দ্য ফেয়ারওয়েল), শ্রেষ্ঠ অরিজিনাল স্কোর (মোশন পিকচার)—হিল্ডার গুয়োনাদোত্তির (জোকার),শ্রেষ্ঠ অরিজিনাল গান — আই অ্যাম গনা লাভ মি আগেন (রকেটম্যান),শ্রেষ্ঠ অভিনেতা (মোশন পিকচার,মিউজিকাল/কমেডি)— ট্যারন এজারটন (রকেটম্যান),শ্রেষ্ঠ সহ অভিনেত্রী— লরা ডার্ন (ম্যারেজ স্টোরি),শ্রেষ্ঠ সহ অভিনেতা— ব্র্যাড পিট (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড),শ্রেষ্ঠ মোশন পিকচার (অ্যানিমেটেড)—মিসিং লিংক