

আটক কুখ্যাত জইশ জঙ্গি বসির আহমেদ – যার মাথার দাম ছিল ২ লক্ষ টাকা
অবশেষে আজ দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল সেই কুখ্যাত জইশ জঙ্গি বসির আহমেদ। আজ সকালে শ্রীনগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ বড়ো সফলতা পেলো ভারতীয় গোয়েন্দা দপ্তর| অনেকদিন ধরেই এক জঙ্গি লুকোচুরি খেলছিল| অবশেষে আজ দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল সেই কুখ্যাত জইশ জঙ্গি বসির আহমেদ (Bashir Ahmed Maulvi)। আজ সকালে শ্রীনগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বসিরের মাথার দাম হিসাবে ২ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছিল পুলিশ। সন্ত্রাসদমনে সেনাকে স্বাধীনতাও দেওয়া হয়েছে বলেই সফলতা আসছে| দিল্লির ডেপুটি কমিশনার সঞ্জীব যাদব জানিয়েছেন, জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গি সংগঠনের কুখ্যাত আততায়ী বসির আহমেদ। অনেকদিন ধরেই তার খোঁজ চলছিল।
পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের অন্যতম কুখ্যাত নেতা বসির আহমেদ৷ অনেক সন্ত্রাসবাদী হামলা, হত্যা ও অপহরণের সঙ্গে যুক্ত ওই কুখ্যাত জঙ্গি৷ ২০০৭ সালেই একটি সংঘর্ষের পর এই বসির আহমেদকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ৷ অথচ জঙ্গিযোগের অভিযোগ থাকলেও, আদালত থেকে জামিন পেয়ে যায় সে৷ তারপরই হাওয়ায় মিশে যায় ওই জঙ্গি৷ আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়৷ অনেক চেষ্টার পর আজ, তাকে ও তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ৷
আবদুল মজিদ আদতে বারামুল্লা জেলার সোপোর টাউনের মাগ্রেপোরা গ্রামের বাসিন্দা৷ তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট ইস্যু করে দিল্লি হাইকোর্ট৷ দিল্লি পুলিশের স্পেশাল সেল শ্রীনগরে তল্লাশি শুরু করে৷ সোমবার সন্দেহজনক গতিবিধি দেখে সন্দেহ করে অবন্তিপোরার শওকত আহমেদ ও কুলগামের তৌফিক আহমেদকে জম্মুর গুল এলাকা থেকে ভোর সাড়ে তিনটে নাগাদ গ্রেফতার করে পুলিশ৷ পাকিস্তান থেকে সংগঠনটির জন্য টাকা আনার ব্যবস্থা করত বসির ৷ পাক-অধিকৃত কাশ্মীরে জইশের শিবিরে নিয়মিত যাতায়াত করতো সে ৷