Latest Update of IIT Kharagpur Campus Fire Breaks Out at Tech Market

IIT Kharagpur Campus Fire: খড়গপুর IIT-র আগুনে ছাই ১৩টি দোকান

কলকাতা পশ্চিমবঙ্গ

এক ভয়াবহ আগুন লাগল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির খড়গপুর ক্যাম্পাসে (IIT Kharagpur Campus Fire)। কম সময়ের মধ্যেই এই আগুনের …

সময়টাই গোলমেলে। লকডাউনে ঘর বন্দি সবাই। বাইরের বিষয়ে অনেকটাই উদাসীন মানুষ। এরই মাঝে গতকাল শুক্রবার রাতে, এক ভয়াবহ আগুন লাগল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির খড়গপুর ক্যাম্পাসে (IIT Kharagpur Campus Fire)। কম সময়ের মধ্যেই এই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে চারপাশে। যদিও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ এখনও প্রশাসনের কাছে স্পষ্ট নয়। স্থানীয় দমকল সূত্রে জানা যাচ্ছে, কমপক্ষে ১৩টি দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে।

করোনায় মৃত্যুর কারণ বিশ্লেষণে অসন্তুষ্ট কেন্দ্রীয় দল – আরও জানতে ক্লিক করুন …

সকল ছোটোবড়ো দোকানগুলি আইআইটি ক্যাম্পাসের ভিতরেই ছিল। রাতের বেলা খড়গপুর আইআইটি ক্যাম্পাসে অগ্নিকাণ্ডের খবর পেয়েই চলে আসে স্থানীয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দ্রুত কয়েক ঘণ্টার প্রচেষ্টায় দমকলকর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রশাসনের কিছু কর্তা সেখানে উপস্থিত হন।কলেজ ক্যাম্পাসের ভিতরে একটা টেক মার্কেট রয়েছে। কালরাতে সেখান থেকেই প্রথম আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে দমকল বিভাগের প্রাথমিক অনুমান।

অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্য সরকারের নয়া প্রকল্প ‘প্রচেষ্টা’ – আরও জানতে ক্লিক করুন …

এখানে মোট ১৩টি দোকান পুড়লেও সার্বিক ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিদিষ্ট করে জানা যায়নি। এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, তদন্ত শেষেই আগুনের বিষয়ে সবকিছু বলা সম্ভব। তবে এই অগ্নিকাণ্ডের সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। করোনার জন্য এমনিতেই সব কিছু বন্ধ আছে। মানুষের উপস্থিতি অনেকটা কম হওয়াতে প্রশাসন সহজেই সবটা দ্রুত সামলাতে পেরেছেন।

রাজ্যের দূর শীর্ষ নেতৃত্ব চিঠির খেলায় মেতেছেন – আরও জানতে ক্লিক করুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *