

Fire at Taltala: প্লাইউডের গোডাউনে ভয়াবহ আগুন
কলকাতার তালতলায় বিধ্বংসী আগুনে (Fire at Taltala) নিমেষে ভস্মীভূত হল প্লাইউডের গুদাম। সোমবার গভীর রাতে মুহূর্তে আগুন ছড়িয়ে …
কলকাতার তালতলায় বিধ্বংসী আগুনে (Fire at Taltala) নিমেষে ভস্মীভূত হল প্লাইউডের গুদাম। সোমবার গভীর রাতে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এই প্লাইউডের গুদামে। দমকল পৌঁছনোর আগেই আগুন ছড়িয়ে পড়ে দাহ্য পদার্থ মজুত থাকায়। আগুনের জেরে আতঙ্ক ছড়িয়েছে আসেপাশের বাড়ির বাসিন্দাদের ভিতর। তবে বাড়িটিতে কেউ আটকে নেই বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, গুদামের তিনতলায় আগুন লাগে। সেখানে প্রচুর পরিমামে প্লাইউট মজুত ছিল। আগুনের উৎস খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে দমকলকর্মীদের কাছে।


টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। আগুনের আকার দেখে আতঙ্ক ছড়ায় পাড়ায়। গোডাউনের উল্টো দিকেই রয়েছে ঘন বসতি। সেখানকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের খবর পেয়েছে ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। আগুনের ভয়াবহতা বুঝে দমকলের তরফে একের পর এক ইঞ্জিন পাঠানো শুরু হয়। মুচিপাড়া, নিউ মার্কেট, বৌবাজার থানা-সহ কলকাতা পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
দমকলের মোট ২০টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকায় আগুন নেভানোর কাজ শুরু করতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গুদামের দোতলায় রাখা এসি-তে আগুন ধরে গেলে পূরণচাঁদ নাহার অ্যাভিনিউ থেকে ভিড় সরিয়ে দিতে তৎপর হয় পুলিশ। শিয়ালদহ থেকে তালতলা হয়ে ধর্মতলা যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাড়িটির জানলার কাচ ভেঙে আগুনের পরিস্থিতি বোঝার চেষ্টা চালিয়েছে দমকলকর্মীরা।