

P Chidambaram: সহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ
ইডি হেফাজতে চিদম্বরমকে (P Chidambaram) বাড়ির তৈরি রান্না, পশ্চিমী টয়লেট ও ওষুধ খাওয়ার অনুমতি দেন বিচারক ৷ ১৪ দিনের হেফাজতে চেয়েছিল ইডি ৷
দিল্লির আদালতের বিশেষ বিচারক অজয় কুমার কুহার চিদম্বরমকে জেরার অনুমতি দেয় ইডি-কে ৷ ইডি হেফাজতে চিদম্বরমকে (P Chidambaram) বাড়ির তৈরি রান্না, পশ্চিমী টয়লেট ও ওষুধ খাওয়ার অনুমতি দেন বিচারক ৷ ৭৪ বছরের প্রবীণ কংগ্রেস নেতাকে ১৪ দিনের হেফাজতে চেয়েছিল ইডি ৷ এরইমাঝে আজ আইএনএক্স মিডিয়া মামলায় চার্জশিট জমা দিল সিবিআই ৷ ই-চার্জশিটে মোট ১৪ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন পি চিদম্বরমও। তিনি ছাড়াও ওই চার্জশিটে রয়েছে কার্তি চিদাম্বরম, পিটার মুখোপাধ্যায়, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের নাম।
সিবিআই মামলায় চিদম্বরমকে ২৪ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেরও নির্দেশ দিয়েছে আদালত ৷ চিদম্বরমের কয়েকটি আর্জিও মেনে নিয়েছে আদালত। চিদম্বরমের আর্জি মেনে আদালত তাঁর জন্য পৃথক সেলের বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে। গত ২১শে অগস্ট চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। গত বুধবার পর্যন্ত সিবিআই হেফাজতেই ছিলেন তিনি। বুধবার দিল্লি আদালতের নির্দেশে তাঁকে ১৪ দিনের জন্যে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের হেফাজতে পাঠানো হয়।
২০০৬ সালের এয়ারসেল-ম্যাক্সিস চুক্তিতে বৈদেশিক বিনিয়োগের অনুদান সংক্রান্ত মামলাটির তদন্ত করছে। ওই সময় পি চিদম্বরম ছিলেন কেন্দ্রের ইউপিএ সরকারের অর্থমন্ত্রী।সিবিআই জানিয়েছে, মরিশাসের গ্লোবাল কমিউনিকেশন সার্ভিসেস হোল্ডিংস, ম্যাক্সিসের অধীনস্থ সংস্থা, এয়ারসেলে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগের জন্য অনুমোদন চেয়েছিল।কেন্দ্রের অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটির কাছ থেকেই ওই অনুমোদন আসার কথা ছিল। সে সময় কমিটির মাথা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ৬০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের অঙ্ক সীমাবদ্ধ থাকলেই কেবল অর্থমন্ত্রক সংশ্লিষ্ট প্রকল্পটিকে অনুমোদন দিতে পারে। সিবিআই অভিযোগ করে, অর্থমন্ত্রকের কাছ থেকে অনুমোদন পেয়ে যাওয়ার পর এয়ারসেল টেলিভেঞ্চারস লিমিটেড কার্তি চিদম্বরমের সংস্থাকে ২৬ লাখ টাকা দিয়েছিল।