

Coronavirus in India: ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১
চীনের করোনার আতঙ্ক ক্রমশ ভারতে (Coronavirus in India) দেখা দিচ্ছে। এই করোনা আতঙ্কে নয়ডায় হাই অ্যালার্ট। ২৮ দিনের জন্য আইসোলেশনে …
চীনের করোনার আতঙ্ক ক্রমশ ভারতে (Coronavirus in India) দেখা দিচ্ছে। এই করোনা আতঙ্কে নয়ডায় হাই অ্যালার্ট। ২৮ দিনের জন্য আইসোলেশনে পাঠানো হল একটি স্কুলের ৪০ জন পড়ুয়াকে। উত্তরপ্রদেশে ৬ জনের দেহে মিলেছে এই ভাইরাস। কেরল, তেলঙ্গানা, দিল্লি সহ একাধিক জায়গায় বাসিন্দাদের দেহে মিলেছে ওই ভাইরাস। আজ বুধবার সেই সংখ্যা একলাফে বেড়ে দাঁড়াল ২১ জন। এর মধ্যে ১৫ জন ইতালিয় নাগরিক। জয়পুরের হাসপাতালে ভর্তি ইতালির পর্যটক করোনাভাইরাসে আক্রান্ত।


পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজিতে তাঁর থ্রোট সোয়াব ও রক্তপরীক্ষার পর তাঁর শরীরে Covid-19-এর হদিশ মিলেছে। করোনা সংক্রমণ রুখতে এবার হোলি না খেলার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন করে ছিলেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে আশ্বস্ত করে তিনি জানিয়েছিলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য সরকারগুলি একজোট হয়ে কাজ করছে ৷
উসকানিতেও নয় FIR, Y+ সুরক্ষা কপিল মিশ্রকে – আরও জানতে ক্লিক করুন
জানা যাচ্ছে, চার বিদেশী আসলে পর্যটক। করোনা আতঙ্ক ছড়ানোর পর তাঁরা জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে গিয়েছিলেন। তবে তাঁদের দেহে এখনও করোনা সংক্রমণের উপসর্গ মেলেনি। করোনা উপদ্রুত দেশ থেকে তাঁরা ভারতে এসেছেন বলে ওই চারজনকে করেন্টাইন করে রাখা হয়েছে। কিন্তু দুই পর্যটক ইতালির ২৩ পর্যটকের দলের সঙ্গে ভারতে এসেছিলেন এবং তাঁরা নানা পর্যটন স্থলে ভ্রমণ করেছেন। তাঁদের কারণে আরও অনেকের মধ্যে এই রোগ হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।