

মোদিকে স্বস্তি দিয়ে সুদ কমালো রিজার্ভ ব্যাঙ্ক – RBI Deducts Repo Rate 2019
০. ২৫ শতাংশ কমে রেপো রেট হল ৬. ২৫ শতাংশ।
সামনেই দেশের লোকসভা নির্বাচন। বেশ চাপেই আছে মোদী সরকার| ঘরে-বাইরে জনপ্রিয়তার পারদ কমছে| সৌভাগ্য ফেরাল রিজার্ভ ব্যাঙ্ক| প্রত্যাশামতোই বুধবার সুদের হার ০.২৫ শতাংশ পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাঙ্ক৷ ০. ২৫ শতাংশ কমে রেপো রেট হল ৬. ২৫ শতাংশ। ঠিক এই হারে অন্য ব্যাঙ্ককে টাকা ধার দেয় দেশের রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৮-১৯ আর্থিক বর্ষের মধ্যে এটা ছিল আরবিআইয়ের দ্বিতীয় সুদ নীতি। যদিও নতুন গর্ভনর শক্তিকান্ত দাসের আমলে এটাই প্রথম ঋণ নীতি।
গত ডিসেম্বর মাসে উর্জিত প্যাটেলের জায়গায় নতুন দায়িত্ব নিয়েছেন তিনি। এর আগে অক্টোবর- ডিসেম্বরে ঋণ নীতিতে কোনো বদল করেনি আরবিআই। এবার বদলের পর রিভার্স রেপো রেটের পরিমাণ দাঁড়াল ৬ শতাংশের আশপাশে। এই মনোহারি বদলের পর গাড়ির ঋণের ইএমআই কমতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
মাসখানেকের মধ্যেই এই ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে| কয়েকদিন আগে বাজেটে কৃষক থেকে শুরু করে শ্রমিক, মধ্যবিত্ত সকলকেই স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে নরেন্দ্র মোদীর সরকার। কৃষকদের অনুদান, শ্রমিকদের পেনশন প্রকল্প, আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির জন্য একটি কেন্দ্রীয় সংগঠন গড়ার প্রস্তাব এসেছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে।
আরবিআই-এর গভর্নর শশীকান্ত দাস এদিন জানিয়েছেন, ২০১৯-২০ অর্থবর্ষের জিডিপি ৭.৪ শতাংশে পৌঁছতে পারে। এছাড়া মুদ্রাস্ফীতি কমে দাঁড়াতে পারে ৩.২-৩.৪ শতাংশ। আরবিআইয়ের নীতির প্রভাব পড়েছে বিখ্যাত দালাল স্ট্রিটে। দুপুর ১২ টা ১৯ মিনিটে সেনসেক্স ওঠে ৯৪ পয়েন্ট।
প্রথম নীতিতেই সুদের হার কমিয়ে অনেকটা চমক দিলেন শক্তিকান্ত। অনেক ভালো-মন্দের বিতর্কের মধ্যে দায়িত্ব নেওয়া শক্তিকান্ত শুরুতেই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ইতিহাসের ছাত্র হয়ে অর্থনৈতিক পদের দায়িত্বে এসে শুধু দেশকে নয়, মোদির গদিকেও সামলে দিলেন তিনি|