

RBI Repo Rate: সুদের হার অপরিবর্তিত, রেপো রেট ৫.১৫%
সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক। এর আগে চলতি বছরে পাঁচ দফায় রেপো রেটের (RBI Repo Rate) হার কমিয়েছিল রিজার্ভ ব্যাংক।
দীর্ঘ সময় ধরে ধুঁকছে দেশের সামগ্রিক অর্থব্যবস্থা। মুদ্রাস্ফীতি চলতি বছরে প্রথমবার তার মাঝারি-মেয়াদের লক্ষ্যমাত্রা ৪ শতাংশকে লঙ্ঘন করেছে। এরমধ্যে সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক। এর আগে চলতি বছরে পাঁচ দফায় রেপো রেটের (RBI Repo Rate) হার কমিয়েছিল রিজার্ভ ব্যাংক। এর ফলে ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি, ফ্ল্যাট, গাড়ি যাঁরা কিনেছিলেন, তাঁদের মাসিক কিস্তির অঙ্কের পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। সব ঋণের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য। রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্তের ফলে রেপো রেট ৫.১৫% থাকছে।
দেশের শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, চলতি অর্থবর্ষে জিডিপির পূর্বাভাস ৬.১ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল। এর সঙ্গে সাম্প্রতিকালে এই প্রথম রেপো রেট অপরিবর্তিত রাখা হল। অর্থাত্ ৫.১৫ শতাংশ রেপো রেট রইল। একটু সমস্যায় আছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। এক দিকে আর্থিক মন্দায় জিডিপির হার ক্রমশ অধোগতি অন্যদিকে বাড়ছে মূল্যবৃদ্ধি। অক্টোবরে খুচরো মূল্যবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশ ছাড়িয়ে ৪.৬২ শতাংশে পৌঁছোয়। যা ২০১৮ সালে জুলাই মাসের পর এই প্রথম। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতেই রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে।
রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ‘মুদ্রাস্ফীতির কথা ভেবেই রেপো রেট কমানো হয়নি।’ তবে ভবিষ্যতে তা কমানো হতে পারে বলে জানিয়েছেন। শীর্ষ ব্যাংকের সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই খুশি নয় বাজার। আরবিআই আশা করছে যে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৫ শতাংশ বৃদ্ধি পাবে, যেখানে অক্টোবরের নীতিমালায় আরবিআই জিডিপি ৬.১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রেখে ছিল। এতে লগ্নিকারীদের উদ্বিগ বাড়বে বলেই আশঙ্কা । গত সেপ্টেম্বর ত্রৈমাসিকে GDP-র হার ছিল ৪.৫%। যা গত ৬ বছরে সর্বনিম্ন। তবু আশায় বুক বাঁধছে শেয়ার বাজার।