

Swasthya Sathi: স্বাস্থ্যসাথীর সুবিধা না দিলে লাইসেন্স বাতিল
রাজ্যের স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পে রোগী ফেরানো যাবে না বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যে হাসপাতাল রোগীদের ফিরিয়ে …
রাজ্যের স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পে রোগী ফেরানো যাবে না বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে হাসপাতাল রোগীদের ফিরিয়ে দেবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ প্রয়োজনে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে বলে জানান তিনি। রাজ্য সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের পেতে যাতে কোন অসুবিধা না হয় সে বিষয়ে মুখ্যমন্ত্রী কড়া নজরদারি রাখার নির্দেশ দেন জেলা প্রশাসনকে।


মুহ্যমন্ত্রী জানান, ‘‘যদি কেউ পরিষেবা না দেন, তা হলে লাইসেন্স নিয়ে সমস্যা হবে। সরকারের কাছে লাইসেন্স নিয়ে হাসপাতাল চলে। কড়া পদক্ষেপ, জরিমানা করা হবে। লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে কি না, তা ভেবে দেখা হবে।’’ রাজ্যের সরকারি হাসপাতালগুলি ছাড়াও ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের অধীনে রয়েছে প্রায় দেড় হাজার বেসরকারি হাসপাতাল। ২০১৯-এর ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী ‘স্বাস্থ্যসাথী’ স্মার্ট কার্ড চালু করার কথা ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘‘কিছু নার্সিংহোম আছে, স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে যাওয়া সত্ত্বেও তারা পরিষেবা দিচ্ছে না৷ এইরকম যদি কেউ দেখেন, গরিবলোক স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেল, কিন্তু সেই হাসপাতাল ফিরিয়ে দিল, সঙ্গে সঙ্গে থানার আইসির কাছে একটা ডায়েরি করবেন৷ এবং থানার আইসি তথ্য সঙ্গে সঙ্গে জেলাশাসককে দেবেন৷ বিডিও অফিসে কমপ্লেন করতে পারেন৷ জেলাশাসক বিষয়টি নিয়ে সিএমওএইচের কাছে বিষয়টি জানাবে৷ আর তারপর তারা আমাদের কাছে ইনফরমেশন পাঠাবেন৷’’