

WB Tops in Acid Attack: পশ্চিমবঙ্গ অ্যাসিড হামলায় শীর্ষে
এর আগে ২০১৬ সালেও প্রথম স্থানে পৌঁছেছিল রাজ্য। ২০১৮ সালে আমাদের রাজ্যের (WB Tops in Acid Attack) মেয়েরাই সবথেকে বেশি অ্যাসিড …
“ছপকের” অভিষেকের দিন সামনে এলো এক আতংকের তথ্য। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের দুঃসহ বেদনা ক্যামেরার পিছনে ফুটিয়ে তুলেছেন দীপিকা পাড়ুকোন। এদিকে অ্যাসিড হামলাতে দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ। ২০১৮ সালের এনসিআরবি (NCRB) রিপোর্ট বলছে, উত্তরপ্রদেশকে পিছনে ফেলে অ্যাসিড হানায় ফের শীর্ষে বাংলা। এর আগে ২০১৬ সালেও প্রথম স্থানে পৌঁছেছিল রাজ্য। ২০১৮ সালে আমাদের রাজ্যের (WB Tops in Acid Attack) মেয়েরাই সবথেকে বেশি অ্যাসিড হামলার শিকার হয়েছে।


পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে দেশে ১২৬টির মধ্যে পশ্চিমবঙ্গেই অ্যাসিড আক্রমণের ৫০টি ঘটনা ঘটেছে। আক্রান্তের সংখ্যা ৫৩ জন। আক্রান্তের সংখ্যার বিচারে অবশ্য পশ্চিমবঙ্গের সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে যোগী-রাজ্য। অ্যাসিড আক্রমণের চেষ্টার সংখ্যাতেও শীর্ষে পশ্চিমবঙ্গ। এক বছরে বঙ্গে অ্যাসিড-হামলার চেষ্টার ১২টি ঘটনা ঘটেছে। পাঁচ বছরের তথ্য বলছে, অ্যাসিড হানায় প্রথম দুয়ে নিয়ম করে থাকে দু’টি রাজ্য। একটি বাংলা, অন্যটি উত্তরপ্রদেশ। দেশের মোট অপরাধের প্রায় অর্ধেকই ঘটে এই দুই রাজ্যে।


খুনের চেষ্টা এবং বধূ-নির্যাতনের মামলাতেও প্রথম স্থানে পশ্চিমবঙ্গ। ২০১৮ সালে এই রাজ্যে ১২ হাজারেরও বেশি মহিলাকে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। রিপোর্ট বলছে, বধূ-নির্যাতনের অভিযোগ জমা পড়েছে মোট ১৬,৯৫১টি। এক্ষেত্রেও অবশ্য বাংলার পরেই রয়েছে উত্তরপ্রদেশের স্থান। একসময় মানব পাচারে দেশের মধ্যে শীর্ষস্থানে ছিল পশ্চিমবঙ্গ। যদিও ২০১৮ সালের রিপোর্টে দেখা গিয়েছে, সেই পরিসংখ্যান এখন অনেকটাই কম। সারা দেশে গত এক বছরে অপরাধের হার বেড়েছে ১.৩ শতাংশ। ২০১৭ সালের তুলনায় ২০১৮-য় দেশে অপরাধ বৃদ্ধির হার ১.৩ শতাংশ। পশ্চিমবঙ্গে সার্বিক ভাবে অপরাধের হার কমলেও কিছু ক্ষেত্রে অপরাধ বেড়েছে।