

Work From Home: রাজ্যে এক সপ্তাহ অন্তর হাজিরা
মুখ্যমন্ত্রী প্রয়োজনে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর (Work From Home) কথা জানান। রাজ্য সরকারি কর্মচারী ও আধিকারিকদের ক্ষেত্রে আগামী ৩১শে মার্চ পর্যন্ত এক …
আতঙ্ক বাড়তেই আছে। লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। দেশে নতুন করে ৬৪ জন আক্রান্ত হয়েছেন। যা এক দিনে সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, আজ সকাল ৯টা পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৫ । মৃতের সংখ্যা ৬ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৪ জন। মুখ্যমন্ত্রী প্রয়োজনে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর (Work From Home) কথা জানান। রাজ্য সরকারি কর্মচারী ও আধিকারিকদের ক্ষেত্রে আগামী ৩১শে মার্চ পর্যন্ত এক সপ্তাহ অন্তর হাজিরা নিয়ম চালু করলো সরকার। মারণ জীবাণুর সংক্রমণ রুখতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ হচ্ছে রাজ্যে। সহযোগিতা কামনা করা হচ্ছে সকল মানুষের কাছ থেকে।


বেসরকারি সংস্থার কর্মীদের হাজিরা ৫০ শতাংশ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর কথা জানান। গতকাল দেশে একদিনে সবচেয়ে বেশি, সাতান্ন জনের শরীরে করোনা ধরা পড়েছে। আজ জব্বলপুরে আরও চারজন আক্রান্ত। হিমাচলে প্রথম দু জনের শরীরে নভেল করোনা পজিটিভ। জানা যাচ্ছে মহারাষ্ট্রে ৬৩ জন অসুস্থ। করোনা সতর্কতায় সব সরকারি অফিসে ৫০ শতাংশ উপস্থিতি করা হচ্ছে। খুব জরুরি ছাড়া কোনও দপ্তরের মিটিং করা হবে না। জোর দেওয়া হবে ই-ফাইলিং সিস্টেমের।
গোমূত্র পান ‘ব্যক্তিগত বিশ্বাস’, এমনই মনে করেন বাবুল সুপ্রিয় – আরও জানতে ক্লিক করুন …
অর্থ দপ্তর থেকে শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়। ডাক্তার নার্স বা জরুরি কাজে নিযুক্তদের পুজোর পর আলাদা করে বিশেষ ছুটি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, সাড়ে ৭ কোটি মানুষকে আগামী ছ’মাস ২ টাকার চাল, ডাল, গম বিনামূল্যে দেওয়া হবে। এদিন ফের সকলকে স্যানিটাইজার ও মাস্ক ব্যাবহারের পরামর্শ দেন। রবিবার ‘জনতা কার্ফু’ জের ভারতীয় রেলে। কোনও লোকাল বা দূরপাল্লার ট্রেন চলবে না ওই দিন। শনিবার মধ্যরাত থেকে পরের দিন রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন।