

Virtual Classroom: দূরদর্শনে ভার্চুয়াল ক্লাস স্থগিত
আগামী ৭ থেকে ১৩ইএপ্রিল দূরদর্শনে যে ভার্চুয়াল ক্লাস (Virtual Classroom) হওয়ার কথা ছিল তা হবে না বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ …
নবম থেকে দ্বাদশ শ্রেণীর দূরদর্শনের পাঠ-পর্ব থেমে গেলো। ঘোষণার পর পরেই ইতি টানতে হলো। ক্ষমতা মেপেই সিদ্ধান্তে যাওয়া উচিত ছিল। আগামী ৭ থেকে ১৩ইএপ্রিল দূরদর্শনে যে ভার্চুয়াল ক্লাস (Virtual Classroom) হওয়ার কথা ছিল তা হবে না বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষকদের সময়ের সঙ্গে অভিভাবক ও দূরদর্শন কর্তৃপক্ষ দেওয়া সময়ের সমন্বয়ের অভাবেই এই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল ক্লাস স্থগিতের সিদ্ধান্ত। তবে বাংলার শিক্ষা পোর্টাল বা অন্য যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কোনও নড়চড় হবে না।


গত শুক্রবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিযেছিলেন, ” আগামী ৭ থেকে ১৩ই এপ্রিল এই ক্লাসগুলি হবে। বিকেল চারটে থেকে পাঁচটা অবধি বাংলা দূরদর্শনে বিশেষ অধ্যায় পড়াবেন বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদরা। এই ক্লাস শুরুর আগে বা ক্লাস চলাকালীন ছাত্রছাত্রীরা ফোন, এসএমএস, ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করতে পারবে। সংশ্লিষ্ট শিক্ষকরা তার উত্তরও দেবেন।” এখন পাঠ্যের প্রশ্ন ও উত্তর ঘরেই বন্দি থাকুক। আসল পরীক্ষা এখন বাঁচার ও বাঁচানোর।
বিদ্যুতের বিলে ৩০শে এপ্রিল পর্যন্ত ছাড় মিলবে – আরও জানতে ক্লিক করুন …
একেবারে ঘুরে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘‘দূরদর্শনে ক্লাস নেওয়ার পরিকল্পনা লাভজনক হচ্ছে না। অভিভাবকরা যে সময় চেয়েছেন এবং শিক্ষকরা যে সময় চেয়েছেন, তার মধ্যে সামঞ্জস্য রাখা যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে দূরদর্শনে সাত এপ্রিল, বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত যে স্লট নেওয়ার কথা ভেবেছিলাম তা স্থগিত রাখলাম। অভিভাবক, শিক্ষক, ছাত্র আমাদের কাছে বড় কথা। এমন সিদ্ধান্ত নিতে হবে যা সমগ্র ছাত্র সমাজের উপকারে লাগে।’’ এটা আগে ভাবাই যাই নি। কারণ শ্রীযুক্ত ভাইরাস……