

২০২১-এর জুন মাস পর্যন্ত রাজ্যবাসীর ফ্রি রেশন !!!
আগামী ২০২১ সালের জুন মাস পর্যন্ত রাজ্যের প্রত্যেক বাসিন্দাকে ফ্রি-রেশন (Free ration) দেওয়ার সরকারি নির্দেশিকা জারি হল। আজ বুধবার রাজ্যের …
নিজস্ব সংবাদদাতা: চাল আর বানচাল হবে না। কথা রাখলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আগামী ২০২১ সালের জুন মাস পর্যন্ত রাজ্যের প্রত্যেক বাসিন্দাকে ফ্রি-রেশন (Free ration) দেওয়ার সরকারি নির্দেশিকা জারি হল। আজ বুধবার রাজ্যের খাদ্য দফতর এই নির্দেশিকা জারি করে।
যদিও গত মঙ্গলবার তৃণমূলের ‘শহিদ দিবসে’র ভার্চুয়াল সভায় দলনেত্রী জানান, “আমাদের সরকার ক্ষমতায় থাকলে আজীবন ফ্রি রেশন দেওয়া হবে।” নীলরোহিত দেখে যেতে পারলেন না তাঁর প্রবাদ কবিতাকে সরিয়ে দিলেন মাননীয়া মমতা ব্যানার্জী। “….বছর কেটে গেলো, কেউ কথা রাখে নি।” এ কথা আর বলা যাবে না। তিনি ব্যতিক্রমী। কথা রাখলেন, সকল রাজ্যবাসীর জন্য।


৩০শে জুন নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, চলতি বছরের নভেম্বরের শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। সেই ৩০শে জুন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছিলেন, আগামী বছর জুন পর্যন্ত রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। সাথে সাথে বিরোধীরা চেনা ভঙ্গিতে সরব হন, বিধানসভা ভোটের লক্ষ্যে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
[ আরো পড়ুন ] রিলায়েন্স দেশের প্রতি প্রান্তে করোনার প্রতিষেধক পৌঁছে দেবে
আজ যদি আগামী বছরের জুন মাস পর্যন্ত হয়, তবে আগামী বছর “আজীবনের ঘোষণা” নিশ্চই শোনা যাবে। রাজ্যের খাদ্যসচিব পারওয়েজ অহমেদ সিদ্দিকি আজ একটি নির্দেশিকায় জানান, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের শুরু হয়েছে। তাই সাধারণ মানুষের সমস্যার কথা বিবেচনা করেই গত ২৬শে মার্চ থেকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল। এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগস্ট মাস থেকে আগামী বছরের ২০২১ সালের জুন মাস পর্যন্ত ওই পরিষেবা পাবেন রাজ্যের সকল নাগরিক।
[ আরো পড়ুন ] নতুন ই-মেল আইডি চালু বিজেপির – TMC-র নতুন কর্মসূচি
এখন যে পদ্ধতিতে সাধারণ মানুষ রেশন সংগ্রহ করছেন, সে ভাবেই আগামী দিনেও পাবেন। বঙ্গের গেরুয়া শিবির এখন দিল্লিতে। আজীবনের থেকেও বেশি কি চাল পাওয়া যাবে? পরবাসের পিন্ডের চাল দেওয়া নিয়ে কি নয়াচাল নেবেন বিরোধী শিবির? আমরা বরং “নাদের আলীর” জন্য ভোটের কার্ড নিয়ে অপেক্ষায় থাকি।