

RBI Repo Rate 2020 Latest: রেপো রেট অপরিবর্তীত
আজ ভারতীয় রিজার্ভ ব্যাংক বৃহস্পতিবার তার মূল সুদের হার অর্থাৎ রেপো রেট (RBI Repo Rate 2020 Latest) অপরিবর্তিত রাখার কথা ঘোষণা ……
কেন্দ্রীয় বাজেট নিয়ে উৎসাহ থাকলেও তা দানা বাঁধেনি। বরং দেশ জুড়ে বিপরীত প্রতিক্রিয়া তৈরী হয়েছে। আজ ভারতীয় রিজার্ভ ব্যাংক বৃহস্পতিবার তার মূল সুদের হার অর্থাৎ রেপো রেট (RBI Repo Rate 2020 Latest) অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করল। শীর্ষ ব্যাংকের পক্ষে, তার রেপো রেট ৫.১৫% রাখার কথা ঘোষণা করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়েছে, মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যেই থাকলেও তাকে নিশ্চিত করে দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে পুনরুদ্ধার করার জন্যই প্রয়োজন অনুযায়ী স্থিতিশীল অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


চাপের মধ্যে থাকা দেশের আবাসন শিল্পকে চাঙ্গা করতে ইতিমধ্যেই বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ এ বার আরও স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি৷ আর সেই কারণেই রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই৷ রেপো রেট হল, যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক৷ এই ঋণের সুদ বাড়লে স্বাভাবিক ভাবেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলির উপর চাপ পড়ে৷ ফলে তারাও গ্রাহকদের দেওয়া ঋণের উপর সুদ বাড়িয়ে সেই আর্থিক চাপ কমানোর চেষ্টা করে৷
দেশের অর্থনৈতিক মন্দা থেকে ঘুরে দাঁড়াতে সেভাবে কোনও নতুন দিশা দেখাতে ব্যর্থ হয়েছে এই কেন্দ্রীয় বাজেট। এই পরিস্থিতিতে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তই “ন্যায্য” বলে মনে করছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। গ্রাহক মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধির হার, ডিসেম্বরে আরও খারাপ অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এটি বর্তমানে ৭.৩৫ শতাংশে এসে দাঁড়িয়েছে, যা গত পাঁচ বছরেরও মধ্যে একটি রেকর্ড। আরবিআই-এর ঋণনীতি ঘোষণার পরেই শেয়ারবাজার খানিক চাঙ্গা হয়ে যায়৷ সেনসেক্স ০.৪ শতাংশ বেড়ে ৪১,২৯৭.৮১ পয়েন্ট পৌছালো।