

World Bank Financing: ভারতকে ১০০ কোটি ডলার দিচ্ছে
ভারতের পাশে দাঁড়ালো বিশ্ব ব্যাঙ্ক (World Bank Financing)। ভয়ের ভাইরাস মোকাবিলায় ভারত যথেষ্ট ভালো কাজ করছে। ২১ দিনের লকডাউনে গোটা …
ভারতের পাশে দাঁড়ালো বিশ্ব ব্যাঙ্ক (World Bank Financing)। ভয়ের ভাইরাস মোকাবিলায় ভারত যথেষ্ট ভালো কাজ করছে। ২১দিনের লকডাউনে গোটা দেশবাসী গৃহবন্দী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে উন্নত দেশগুলির চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বিশ্ব অর্থনীতিতে তীব্র মন্দা দেখা দিয়েছে। তবে বর্তমানে অর্থনীতির কথা ভাবার আগে করোনা দূর করার বিষয়ে নজর দেওযা প্রয়োজন। আর তাই এদিন ভারতকে ১০০ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্ব ব্যাঙ্ক। তবে ভারত ছাড়াও বিশ্বের আরও ২৪টি উন্নয়নশীল দেশ এই সহায়তা পাবে।


পৃথিবীর ৪০টি দেশকে সহায়তার কথা জানিয়েছে ওই সংস্থা। সবচেয়ে বেশি পরিমাণ অর্থ সাহায্য ভারতের জন্য অনুমোদন করেছে তারা। বিশ্ব ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টররা জানিয়েছেন, এই অর্থ সাহায্য ভারতকে আরও বেশি করে করোনা পরীক্ষাকেন্দ্র, ল্যাব টেস্ট কিট, মেডিক্যাল সরঞ্জাম সংগ্রহ করতে সাহায্য করবে। দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলি যেমন, পাকিস্তানকে ২০ কোটি টাকা, আফগানিস্তানকে ১০ কোটি, মালদ্বীপকে ৭৩ লক্ষ এবং শ্রীলঙ্কাকে ১২৮ কোটি টাকা সহায়তা করার কথা জানা গেছে। ওয়ার্ল্ড ব্যাংক জানিয়েছে, ‘১০০ কোটি মার্কিন ডলার জরুরি আর্থিক সহায়তা ভারতে স্ক্রিনিং, সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিত করা, টেস্টিং কিট এবং PPE ক্রয় এবং নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজে বিশেষ সহায়ক হবে।’
সুদ কমলো পিপিএফ থেকে সুকন্যার – আরও জানতে ক্লিক করুন …
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন অন্তত ৩২৮ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। সব মিলিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা-আক্রান্তের সংখ্যা ২০৬৯ এবং মৃতের সংখ্যা ৫৩। তবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ যেমন, আর্জেন্টিনা, কম্বোডিয়া, কঙ্গো, হাইতি, কেনিয়া, ইয়েমেনকেও স্বল্প পরিমানে আর্থিক সহায়তা করবে বিশ্ব ব্যাঙ্ক। বিশ্ব ব্যাংক আগামী ১৫ মাসে ধাপে ধাপে ১৬ হাজার কোটি টাকা করোনা ভাইরাস মহামারির সঙ্গে লড়াই করার জন্য খরচ করবে।