ta2

মুক্তির আগেই পুরস্কৃত পাওলি-আবিরের ‘তৃতীয় অধ্যায়’

বিনোদন

গোলাপি ভালবাসার সপ্তাহে, ৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ভালবাসার ছবি ‘তৃতীয় অধ্যায়’।

অন্য ধারার বাংলা ছবি| পরিচালক চেনা ভালোবাসার এক অচেনা সংজ্ঞা সুচারু হাতে এঁকেছেন এই ছবিতে | পাতা ঝরা শীতের শেষ প্রান্তে বসন্তকে অদূরে অভ্যর্থনা জানাতে প্রস্তুত “তৃতীয় অধ্যায়”|

সামনেই আসতে চলেছে মনমাতানো ভ্যালেন্টাইনস ডে। তার ঠিক আগেই গোলাপি ভালবাসার সপ্তাহে, ৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ভালবাসার ছবি ‘তৃতীয় অধ্যায়’। মনোজ মিশিগান পরিচালিত এই ছবিতে আবির চট্টোপাধ্যায় এবং পাওলি দামের অচেনা কেমিস্ট্রি দেখবেন দর্শক। তবে তার আগেই নতুন পালক সংযোজিত হল পাওলি ও আবিরের এই আসন্ন মুক্তির ছবির মুকুটে ৷

দ্বারভাঙা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯’-এ সেরা ন্যাশনাল ফিচার ফিল্ম-এর পুরস্কার পেল মনোজ মিশিগানের ‘তৃতীয় অধ্যায়’ ৷ এর আগে নাগপুরে আয়োজিত ‘এক্সপ্রেশনস ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮’-এ বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই ছবির পরিচালক মনোজ মিশিগান ৷ তার আগে ‘বঙ্গ প্রবাসী মিলাপ ২০১৮’-এ প্রশংসিত হয়েছে পাওলি দাম এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি। এ বার মুকুটে জুড়ল আরও একটি পালক।

এক সতেজ স্পোর্টস ট্রেনার ঝাড়খণ্ড যায় একজনের খোঁজে। সেখানে তার পুরনো প্রেমিকাকে এক পলক দেখে। তার পর তার খোঁজ শুরু করেন। ছবিতে তিনটে আলাদা বিষয়ের জানালা থাকবে। সে জন্যই এই নাম। একথাই জানালেন, “আমি জয় চ্যাটার্জি’, ‘ডামাডোল’-খ্যাত পরিচালক মনোজ মিসিগান ৷

ছবিতে ৬ বছর পর একসঙ্গে পর্দায় নেমেছেন আবীর চট্টোপাধ্যায় আর পাওলি দাম ৷ শেষ ‘বেডরুম’-এ একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে ৷ বিয়ের পর লম্বা অবসরে গিয়েছিলেন পাওলি ৷ অরিন প্রসেনজিৎ দাশ এই ছবির সঙ্গীতের দায়িত্ব ভালোভাবেই সামলেছেন ৷ ছবির টিজার পোস্টারও ছিল বেশ অন্যরকম ৷

নায়ক-নায়িকা ছাড়া, সাদা-কালো সেই পোস্টারে আছে শুধু দু’টি হাত ৷ সেই হাতে একটা লাল গোলাপ ৷ তবে সেই হাত অনেকটা ক্ষতবিক্ষত ৷ সম্পর্কের টোনাপোড়েন এই ছবির বেশিরভাগ শুটিংই হয়েছে দেওঘরে ৷ বাঙালির সঙ্গেও দেওঘরের যোগাযোগ বহুদিনের বলেই জায়গাটাও ছবির একটা সুন্দর চরিত্র হয়ে উঠেছে ৷ বাকি জানতে গেলে আর কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে আমাদের ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *