

সামনেই বিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার! টলিউডে সানাই !!!
অঙ্কুশ হাজরা, বান্ধবী অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Ankush Hazra and Oindrila) সাথে খুব তাড়াতাড়ি বিয়ে সেরে ফেলতে চলেছেন ৷ ফলে …
নিজস্ব সংবাদদাতা: সংক্রমণের মধ্যে শুভ উৎসবের হাওয়া দমে যায় নি। একের পর এক সিনেমার তারকারা, চার হাত এক করছেন। জমে উঠেছে টলিউডের বিয়ের আসর। সদ্য দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সাথে বিয়েটা সেরে ফেলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ৷ এর পরেই বাংলার আরও এক অভিনেতা সাতপাকে বাঁধা পড়ছেন ৷ অঙ্কুশ হাজরা, বান্ধবী অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Ankush Hazra and Oindrila) সাথে খুব তাড়াতাড়ি বিয়ে সেরে ফেলতে চলেছেন ৷ ফলে টালিউডে সানাই বাজতে চলেছে কিছু দিনের মধ্যে।
অঙ্কুশ জানান, ‘এই মুহূর্তে ইচ্ছে, আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই বিয়ে সারবো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কিছুটা সময় দরকার । তবে ২০২১ সালে বিয়ে করব, সেটা মোটামুটি নিশ্চিত।’


অনির্বাণকে অভিনন্দন জানিয়ে অঙ্কুশ লিখেছেন, “তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও বিয়ের কাজটা সেরে ফেলি। খুব শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো। আসলে আমাদের একসঙ্গে চারটে ছবি আসছে পরের বছর। তাই মনে হচ্ছে এই বার একসঙ্গে থাকলেই ভালো হবে। আগামীতে কাজের সুবিধে হবে। অভিনয়ের ক্লাস বা জিম সব জায়গায় একসঙ্গে যেতে অনেক সুবিধে হবে। তাই ভাবছি এবার বিয়েটা সেরে ফেলি।”
[ আরও পড়ুন ] ৯৩তম অস্কারে মনোনীত বিতর্কিত ‘জাল্লিকাট্টু’
সিনেমার শুটিংয়ের চাপ অনেকটাই বেড়েছে। এবার পুজোর ছুটিতে এই দুজনেই ঘুরে আসেন দুবাই থেকে। যদিও এক বছর আগেই তারা জানিয়েছিলেন, বিয়ের পরিকল্পনা এই মুহূর্তে নেই। দেখতে দেখতে একটা বছর অতিক্রম করেছে। গত বছরে, টলিউডে বেশ কয়েকটি হাই ভোল্টেজ বিয়ে হয়েছে। এই বছরের তালিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যর নাম। অনির্বান সেরে ফেলেছেন। তবে দেব-রুক্মিণীও আছেন বিয়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ঐন্দ্রিলা একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, ‘স্বপ্ন এবার বাস্তবের অপেক্ষায়।’ তাহলে শীঘ্রই বাজতে চলেছে তাঁদের বিয়ের সানাই।