Bollywood Actress Mouni Roy Latest From Maldives

Mouni Roy: মলদ্বীপের বিচে খোলামেলা বলিউডের মৌনী রায়

বিনোদন

মৌনী রায় (Mouni Roy) একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। কর্মজীবন শুরু করেন ২০০৭ সালে নাটক কিউকী সাস ভি …

মৌনী রায় (Mouni Roy) একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। কর্মজীবন শুরু করেন ২০০৭ সালে নাটক কিউকী সাস ভি কাভি বাহু থি এ। এরপর তিনি জারা নাচকে দিখাও তে কারিশমা তান্না ও জেনিফার উইংগেটের সাথে প্রথম সেশন জিতে নেন। মৌনির “ব্রহ্মাস্ত্র” ছবির বিপরীতে রয়েছেন অমিতাভ বচ্চন,আলিয়া ভাট সহ আরো অনেকে। এছাড়াও তিনি “গোল্ড”মুভিতে অক্ষয় কুমার এর বিপরিতে অভিনয় করেছেন। মৌনিকে যারা চেনেন তারা খুব ভাল ভাবেই জানেন সোশ্যাল মিডিয়াতে কতটা সক্রিয় থাকেন তিনি। প্রায়দিনই ফটোশ্যুট বা কোনও ভ্যাকেশনের ছবি শেয়ার করেন নিজের স্যোসালে।

Bollywood Actress Mouni Roy Latest From Maldives
Bollywood Actress Mouni Roy Latest From Maldives

এবার এক্কেবারে অন্যমেজাজে তিনি। মলদ্বীপের সমুদ্রসৈকতে উন্মুক্ত পিঠে, খোলামেলা বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনি রায় ৷ কেরিয়ারের শুরু থেকে ধরলে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে তাঁর। নিজের রূপেও বেশ কিছুটা বদল এনেছেন ৷ রাজকুমারের বিপরীতে ‘মেড ইন চায়না’ এবং নওয়াজউদ্দিনের সঙ্গে ‘বোলে চুড়িয়া’ ছবিতে দেখা যাবে এই লাস্যময়ীকে। প্রেমের বিষয়ে তিনি জানান, ‘আমার হাতে গোনা কয়েকজন বন্ধু আছে। আর নিজের অবসরটা আমি বাসায় কাটাতেই বেশি স্বাচ্ছ্যন্দবোধ করি। আমার যেহেতু কোনও রাতের সঙ্গী নেই তাই আমি একটু তাড়াতাড়িই ঘুমিয়ে পড়ি।’

গত শীতে দুবাইয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। শেয়ার করেছিলেন সেই সব বেড়ানোর ছবি। পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। সমুদ্রের ধারে বেড়াতে বরাবরই ভালবাসেন অভিনেত্রী। তাই এ বারও শীতের ছুটিতে উষ্ণতা ছড়ালেন সমুদ্রতটেই। সেখান থেকেই মৌনি লিখেছিলেন, আরও একটু বেশি করে বাঁচার কথা যেন সবাই শিখতে পারেন। আরও বেশি কাজ করা আর পরিবারের প্রতি যত্ন নেওয়া, বন্ধুদের ভালবাসাটাই আসল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *