

মা শ্রীদেবীর চেনা পথে জাহ্নবীর পরে খুশি এবার পর্দার জগতে – Janhvi Kapoor Confirms Sister Khushi Kapoor Entry in Bollywood
এবার দিদির পথেই হাঁটতে চলেছেন কাপুর পরিবারের এক মেয়ে Khushi Kapoor। বলিউডে খুশির খবর|
মা শ্রীদেবীকে হারিয়েছেন এক বছর আগে। ভারতের সুবিখ্যাত অভিনেত্রী মাকে অনুসরণ করেই অভিনয় জগতে আসেন জাহ্নবী কাপুর। বেশ কিছুদিন হলো, তার প্রথম ছবি ‘ধড়ক’ মুক্তি পেয়েছে। প্রথম ছবিতেই সকলের নজর কেড়েছেন এই সুন্দরী অভিনেত্রী। সেই চেনা পথে এবার কি তার ছোট বোনের দেখা মিলবে ? শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে, খুশি (Khushi Kapoor) চেয়েছিলেন মডেলিং দুনিয়ায় থাকতে। আসলে বনি কাপুরের প্রথম পক্ষের দুই সন্তান, অনশূলা ও অর্জুন কাপুরের সঙ্গে সখ্যতা ছিল না জাহ্নবী ও খুশির। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর পরে, বড় ভাই হিসেবে অর্জুন, ছোট দুই বোনের পাশে এসে দাঁড়ান।
এবার দিদির পথেই হাঁটতে চলেছেন কাপুর পরিবারের এক মেয়ে Khushi Kapoor।


বলিউডে খুশির খবর| সম্প্রতি এক সাক্ষাত্কারে জাহ্নবী কাপুর জানিয়েছেন, পরিবারের অন্যান্য সদস্যদের মতো তার প্রিয় বোন খুশিও অভিনয় জগতেই আসতে চলেছেন। শুরুতে বোন খুশি, মডেল হওয়া স্বপ্ন দেখলেও এখন তিনি অভিনয় করতে চান। আর তাঁর এই ইচ্ছাকে সফল করার জন্যে নিউ ইয়র্ক ফিল্ম আকাডেমিতে ভর্তি হয়েছেন। সেখানকার পড়াশোনা শেষ করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। আসলে মা চলে যাওয়ার পর থেকে, বোনকে নিয়ে খুবই চিন্তিত দিদি জাহ্নবী।


তামিলনাড়ুর শিবকাশীতে ১৯৬৩ সালের ১৩ আগস্ট জন্মগ্রহণ করেন শ্রীদেবী। তামিল ছবিতেই তিনি প্রথম অভিনয় করেন। ১৯৬৯ সালে ‘থুনাইভান’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে হাতেখড়ি হয় শ্রীদেবীর। আর শশাঙ্ক খৈতানের “ধড়ক” দিয়ে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। আর প্রথম ছবিই বক্স অফিসে শতকোটি স্পর্শ করে। তবে ভারতীয় ঐতিহ্যের পোশাক থেকে পশ্চিমা ধাঁচের ফ্যাশন প্রেমীদের হৃদয় জয় করে চলেছেন এই তারকা সন্তান জাহ্নবী| এবার অপেক্ষা, খুশির আগমনের| কাপুর পরিবারের পরম্পরা, নিশ্চই এই খুশি ধরে রাখতে পারবেন|