

রিয়া সই জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন
সুশান্তকে অবচেতন করে রেখে, তার সই জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন রিয়া (Rhea Chakraborty withdrew money)। সুশান্তকে প্রায় ৩ মাস …
নিজস্ব সংবাদদাতা: সুশান্তের মৃত্যুর রহস্য ক্রমশ খুলছে। অনেক আবছা অন্ধকার, খুব তাড়াতাড়ি কাটতে শুরু করেছে। ইডির জেরার মুখে ভেঙে পড়েন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী। তিনি, রিয়ার বিরুদ্ধে রাজসাক্ষী হতে সম্মত হয়েছেন। তিনি স্পষ্ট ভাবে জানান, সুশান্তকে অবচেতন করে রেখে, তার সই জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন রিয়া (Rhea Chakraborty withdrew money)। সুশান্তকে প্রায় ৩ মাস ওষুধ দিয়ে অচেতন করে রেখেছিলেন বান্ধবী অভিনেত্রী। পুরনো কাগজপত্রে থাকা সুশান্তের সইয়ের সাথে তার সাম্প্রতিক কিছু সই মিলছে না।


ইডি জানাচ্ছে, সত্যটা সামনে আনার ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করছে না মুম্বই পুলিশ। রিয়া চক্রবর্তী, ভাই শৌভিক, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা৷ কিন্তু সুশান্তের মোবাইল ফোন পাওয়া যায় নি৷ মুম্বই পুলিশের হেফাজতে থাকা ফোনটি মুম্বাই পুলিশ দিচ্ছে না। আইনি পদক্ষেপের কথা জানিয়ে লেখা হয় চিঠি ৷ এখানেই স্পষ্ট ,রিয়ার সাথে গোপন হাত আছে মুম্বাই প্রশাসনের। সুশান্তের পরিজনের বয়ান রেকর্ড করেছে সিবিআই ৷ জানা যাচ্ছে, আগামী সপ্তাহে রিয়াকে ও তার পরিবারকে তলব করতে পারে সিবিআই ৷
[ আরো পড়ুন ] বলিউডে ১৯৭১-এর যুদ্ধ — টলিউড এবার লন্ডনে
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় গত ১৪ই জুন। এর ঠিক ১ দিন আগে ১৩ই জুন, সুশান্তের বাড়িতে ৫-৬ জন ব্যক্তি আসেন। এই তথ্য জানিয়েছেন অভিনেতার বন্ধু গণেশ হিবরকর। তিনি বলেন, দিশা সালিয়ানের মৃত্যুর বিষয় সুশান্ত সবই জানতেন। সাংবাদিক সম্মেলন ডেকে সবকিছু প্রকাশ্যে আনতে চেয়েছিলেন। সুশান্তের প্রাক্তন কর্মী অঙ্কিত আচার্য জানান , ”সুশান্ত অন্যকে অবসাদ থেকে বের করে আনার চেষ্টা করতেন। তিনি কীভাবে নিজে আত্মহত্যা করবেন? আসলে সুশান্তের গলায় যে দাগ ছিল সেটা ওর কুকুর ফাজের বেল্টের বলে মনে হয়।”
[ আরো পড়ুন ] সঞ্জয় দত্ত আমেরিকা ছেড়ে সিঙ্গাপুরে – ‘সড়ক ২’