

মৃত্যু হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী ।
Bangladeshi Singer Subir Nandi Dies in Singapore Hospital
সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে৷ সিঙ্গাপুর থেকে তাঁর মেয়ে ফাল্গুনী নন্দী মৃত্যুর খবর ঢাকার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন। প্রয়াত বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত সুবীর নন্দী৷ মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে৷
সিঙ্গাপুর থেকে তাঁর মেয়ে ফাল্গুনী নন্দী মৃত্যুর খবর ঢাকার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা ও সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় টানা ১৮ দিন কোমায় ছিলেন সুবীর নন্দী৷ ৬৬ বছর বয়সে অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানলেন প্রবাদপ্রতিম শিল্পী৷ দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন সুবীর নন্দী।


কয়েক ঘণ্টার মধ্যেই শনি ও রবিবার দুবার হার্ট অ্যাটাক হয় সঙ্গীতশিল্পীর। এরপরই তাঁর অবস্থা ‘সঙ্কটাপন্ন’ বলে জানান চিকিৎসকরা। বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি দেখভাল করছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় কো-অর্ডিনেটর সামন্তলাল সেন। সোমবারই তিনি জানিয়েছিলেন, ‘বারবার হার্ট অ্যাটাক হওয়ায় চিকিৎসকরা যেটুকু আশা করছিলেন, তাও নিভে গেছে৷ তাঁর মাল্টিপল অরগ্যান ফেলিওর হয়েছে৷ এখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে৷’
গত ১৪ এপ্রিল রাতে সপরিবারে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাঁকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুল্যান্সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভরতি করা হয়। বরেণ্য এই সংগীতশিল্পীকে তাৎক্ষণিকভাবে সিঙ্গাপুরে নেওয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাঁর চিকিৎসার সব দায়িত্ব নেন।
কণ্ঠশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে।
তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে। শুধুমাত্র প্লেব্যাক করেই চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন এই কিংবদন্তি শিল্পী৷ চলতি বছরই সঙ্গীতজগতে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ অসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন সুবীর নন্দী৷ তিঁনি অমর হয়ে থাকবেন তাঁর সৃষ্টির মধ্যেই|