

Bollywood Actress Sridevi: অভিনেত্রী শ্রীদেবীর প্রয়াণ দিবস
শ্রীদেবী কাপুর একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী (Bollywood Actress Sridevi) যিনি তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে …
শ্রীদেবী কাপুর একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী (Bollywood Actress Sridevi) যিনি তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি হিন্দি চলচ্চিত্রে প্রথম মহিলা সুপারস্টার বিবেচিত হন। আজ তাঁর প্রয়াণ দিবস। তিঁনি ২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারি দুবাইতে মারা যান। আজ থেকে ২ বছর আগেই শ্রীদেবীর অকাল প্রয়াণের খবর নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকেই ৷ দুবাইয়ে ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে সপরিবারে গিয়ে বেশ মজা করেছিলেন তিনি, এরপরেই অসুস্থ হয়ে পড়েছিলেন শ্রীদেবী ৷


অভিনেত্রী শ্রীদেবী তামিলনাড়ুতে ১৯৬৩ সালের ১৩ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন আইনজীবী। তার এক বোন ও ২ সৎ ভাই আছে। ১৯৯৬ সালে তিনি চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন। শ্রীদেবী পাঁচ দশকের অভিনয় জীবনে অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন দর্শকদের। স্বীকৃতি হিসেবে পদ্মশ্রীসহ পেয়েছেন বহু পুরস্কার আর সম্মাননা। প্রতিভাবান এই তারকার প্রথম প্রয়াণ দিবসে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করছে ভক্ত ও শুভানুধ্যায়ীরা। এই ব্যতিক্রমী অভিনেত্রীর নামেই লুকিয়ে আছে তাঁর মাহাত্ম, সুন্দরের দেবী-নজরকাড়া সৌন্দর্য্য আর অসাধরণ অভিনয় গুণে এমন নামই পেয়েছিলেন শ্রীদেবী।


ষাটের দশকে অভিনয় শুরু হলেও শ্রীদেবীর বলিউডের রাণী হয়ে ওঠা আশির দশকে। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ছিলো কানদান কারুনাই চলচ্চিত্রে অভিনয়; এটি ১৯৬৭ সালে মুক্তি পেয়েছিলো। ১৯৭৫ সালের জুলী চলচ্চিত্রটি ছিলো তার অভিনীত প্রথম হিন্দি চলচ্চিত্র যেটাতে তিনি একজন কিশোরীর ভূমিকায় অভিনয় করেছিলেন।উপহার দিয়েছেন ‘চাঁদনি’, ‘লামহে’, ‘জুদাই’ কিংবা হালের ‘ইংলিশ ভিংলিশ’ আর ‘মমে’র মতো সিনেমা। হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলেগু, কান্নাড়া ও মালায়ালাম ছবিতে অভিনয় করেও পান দর্শকপ্রিয়তা। ২০১৩ সালে কলা বিভাগে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়।