

সামনে জুলাইতে সিবিএসই (CBSE) -এর বাকি পরীক্ষা
সিবিএসই (CBSE) বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড ৷ সোমবার সকালে পূর্বের ঘোষণা মতোই ট্যুইট করে পরীক্ষা সূচি …
চতুর্থ লকডাউন শুরু হয়েছে। এটি জারি থাকবে আগামী ৩১শে মে পর্যন্ত। সিবিএসই (CBSE) বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড ৷ সোমবার সকালে পূর্বের ঘোষণা মতোই ট্যুইট করে পরীক্ষা সূচি ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ৷
CBSE পরীক্ষার নতুন তারিখ
দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে ১লা জুলাই থেকে চলবে ১৫ই জুলাই পর্যন্ত ৷ পাশাপাশি দশম শ্রেণীর বাকি থাকা পরীক্ষাগুলিও নেওয়া হবে ১লা জুলাই, ২রা জুলাই, ১০ই জুলাই ও ১৫ই জুলাইতে ৷
চীন কপ্টার লাদাখের পর হিমাচলের আকাশে – আরও জানতে ক্লিক করুন …
জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিন
করোনা ও লকডাউনের জন্য সকল স্কুল কলেজ বন্ধ। পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। এরই মধ্যে আগামী ১৮ই জুলাই থেকে ২৩শে জুলাই জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হবে আগামী ২৬শে জুলাই।
পরীক্ষা ও দিল্লি হিংসা
তবে এর আগেই যে CBSE-র পরীক্ষা মিটে যাবে, তার আভাস দেওয়া হয়েছিল। শুধুমাত্র উত্তর পূর্ব দিল্লির দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য যারা দিল্লিতে হিংসার জন্য ৬টি বিষয়ের পরীক্ষা দিতে পারিনি। বোর্ড গত ৮ই মে জানিয়েছিল দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষাগুলো ১লা জুলাই থেকে ১৫ই জুলাইয়ের মধ্যে নেওয়া হবে।
বিমানবন্দর খুললে মানতে হবে বিধিনিষেধ – আরও জানতে ক্লিক করুন …
কেন এই সিদ্ধান্ত ?
আসলে বিপদের এই করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ এবং চলা লকডাউনের জন্য মোট ৮১টি বিষয়ের পরীক্ষা স্থগিত করতে হয় সিবিএসই বোর্ডকে। কিছুদিন আগেই সিবিএসই বোর্ডের পক্ষ থেকে এক নির্দেশিকা দিয়ে জানানো হয়, বোর্ড সেই বিষয়গুলির পরীক্ষা নেবে যেগুলি কলেজের ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ভূমিকা রাখে। তবে উত্তরপূর্ব দিল্লির ছাত্র-ছাত্রীদের ব্যতিক্রম রেখে দশম শ্রেণীর সব পরীক্ষাই ওই নোটিশে বাতিল করে দেওয়া হয়েছে। এবার সতর্কতা মেনে পরীক্ষায় বসার পালা।