

লাদাখের সেনা নামানোর হুঁশিয়ারি রাওয়াতের – আলোচনা
সব প্রচেষ্টা যদি ব্যর্থ হয়, তাহলে সেনাবাহিনী তৈরি আছে। একথা জানান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (CDS General Bipin Rawat)।
নিজস্ব সংবাদদাতা: লাদাখের পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। চীন তাদের সেনার জায়গা বদল করছে। ফলে একাধিক বৈঠকের কোনো সুফল মিলছে না। পরিস্থিতি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। উত্তেজনা কমানোর সব প্রচেষ্টা যদি ব্যর্থ হয়, তাহলে সেনাবাহিনী তৈরি আছে। একথা জানান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (CDS General Bipin Rawat)। ভারত ও চীনের মধ্যে সেনাবাহিনী ও কূটনীতিকরা কথাবার্তা বলছেন। তা ব্যর্থ হয়, সামরিক শক্তি প্রয়োগের পথ খোলা রাখা হয়েছে।


কয়েক মাস কেটে গেলেও পূর্ব লাদাখে সীমান্ত সমস্যার সেভাবে সমাধান হয়নি। লাদাখের প্যাংগং, দেপসাং-সহ বিভিন্ন প্রান্তে বেজিং সেনা ঢুকে পড়ার চেষ্টা করেছে। গত বৃহস্পতিবারেও এক দফায় জরুরি বৈঠক হয়েছে। জানা যাচ্ছে, সেই বৈঠক থেকেও কোনও কোনো ভালো ফল মেলেনি। যদি সীমান্ত সংক্রান্ত কোনও প্রোটোকল লাল সেনারা অমান্য করে তা হলে ভারতীয় সেনার কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ।
[ আরও পড়ুন ] কংগ্রেস সভাপতির দায়িত্বে নারাজ রাহুল-প্রিয়াঙ্কা !!!
অন্য দিকে, ভারতীয় সেনা জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি যে ভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করছে। প্যাংগংয়ের ৫ ও ৬ নম্বর ফিঙ্গার পয়েন্টে সেনা সংখ্যা বাড়িয়েছে বেজিং। একই সাথে বেনিয়মের স্থায়ী পরিকাঠামো তৈরি করা হয়েছে সেখানে। উপগ্রহ ছবি জানাচ্ছে, ওই এলাকায় সেনা আরও বাড়ানোর চেষ্টা করছে চীন প্রশাসন। চীন মনে করছে, প্যাংগংয়ে, দেপসাংয়ে এখনও যতটা ঢুকে আছে, সেটাই প্রকৃত নিয়ন্ত্রণরেখা। তবে ভারত যোগ্য জবাব দিতে প্রস্তুত।