

ভূমিকম্প লাদাখে – উত্তরপ্রদেশে দুর্ঘটনায় মৃত ৬
জাতীয় ভূমিকম্প কেন্দ্র সূত্রে জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের (Earthquake in Ladakh) তীব্রতা ছিল ৩.৫। সকাল ৬.৫৪ মিনিটে জম্মু ও …
নিজস্ব সংবাদদাতা: একসাথে দেশের দুই প্রান্তে ঘটে গেলো বিপদের ছায়া। লাদাখ আর উত্তরপ্রদেশে একসাথে সাক্ষ্মী থাকলো দুই ভিন্নধারার বিপর্যয়ের। আজ সোমবার সকালে কেঁপে উঠল উত্তরের ভূস্বর্গ। জাতীয় ভূমিকম্প কেন্দ্র সূত্রে জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের (Earthquake in Ladakh) তীব্রতা ছিল ৩.৫। সকাল ৬.৫৪ মিনিটে জম্মু ও কাশ্মীরের উত্তর-পশ্চিমের ৫১ কিমি দূরে হ্যানলে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ছিল ওই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। তবে এই ঘটনাতে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।


এদিকে উত্তরপ্রদেশের বাহরাইচে এক হোয়ানক পথ দুর্ঘটনা ঘটেছে। আজ সোমবার উত্তরপ্রদেশের বাহরাইচের পায়াগপুরের শিবদহ এলাকায় দুর্ঘটনাটি হয়। শিবডাহা মোড়ের কাছে এদিন দুর্ঘটনাটি ঘটে ৷ মুখোমুখি সংঘর্ষের পর একটি গাড়ি উল্টে যায় ৷ আর মুখোমুখি সংঘর্ষ হওয়াতে সেখানেই মৃত্যু হয় ৬ জনের। এই দুর্ঘটনাতে আহত হন অন্তত ১০ জন। জানা যাচ্ছে, সকল আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে ৷
[ আরও পড়ুন ] এবার কাশ্মীরে জমি কিনতে পারবেন যে কোনও ভারতীয়
এই দুর্ঘটনায় সব মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গভীর শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিজনের মধ্যে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। কিন্তু অন্যভাবনা শুরু হয়েছে উত্তরের ভূমিকম্প বিষয়ে। প্রায় প্রত্যেক মাসে কাশ্মীরের মাটি কেঁপে উঠছে। মানুষের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে। ভয়ংকর বিপদের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিতে কেউই চাইছে না। গত অক্টোবর ও সেপ্টেম্বর মাসেও এখানে পালা করে ভূমিকম্প হয়েছে। একাধিক বাড়িতে কম্পনের তীব্রতায় ফাটল ধরার কথা জানা যায়। তবে হতাহতের ঘটনা এখানে ঘটেনি।