

লাদাখে ভারতীয় সেনা, হিমাচল-তিব্বত বর্ডারে প্রস্তুত যুদ্ধবিমান
এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান তিব্বত সীমান্ত (Himachal and Tibet Border) বরাবর কিন্নর ও লাহুলে পৌঁছে গেছে। যুদ্ধবিমানের পাশাপাশি …
নিজস্ব সংবাদদাতা: লাদাখের পরিস্থিতি এখন স্বাভাবিক হয় নি। চীন তার আগ্রাসন নীতি চালু রেখেছে। ভারতীয় বাহিনীর গতিবিধির উপরে নজরদারি চালাতে ক্যামেরা লাগিয়েছে চীনের সেনাদল। কিন্তু পিএলএ-এর নজরদারি এড়িয়েই প্যাংগং তাসো লেকের দক্ষিণ দিকে পাহাড়ের উঁচু অংশের দখল নিল ভারতীয় সেনারা। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকা তারা নিজেদের এলাকা বলে দাবি করছে। ভারতীয় ভূখণ্ডের মধ্যে থাকা ওই পর্বত চূড়ায় পৌঁছনোর পরই সেখানে থাকা যাবতীয় চীন ক্যামেরা ও নজরদারি সরঞ্জাম সরিয়ে ফেলা হয়েছে।


ভারত -চীন উত্তেজনা৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আবার তৈরী হয়েছে। তিব্বতের কাছে চীন সীমান্তে বায়ু সেনাও তৎপর হয়েছে ৷ এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান তিব্বত সীমান্ত (Himachal and Tibet Border) বরাবর কিন্নর ও লাহুলে পৌঁছে গেছে। যুদ্ধবিমানের পাশাপাশি সেনাবাহিনীর মধ্যেও তৈরি হয়েছে ব্যস্ততা ৷ এর পাশে সিমলাতেও সেনাবাহিনীর বিমান পৌঁছেছে৷ মাস দুয়েক আগে ৯ সদস্যের একটি দল ও আধা সেনারা সীমান্ত থেকে প্রায় ২২ কিলোমিটার এগিয়ে গিয়েছিলেন ৷ সেখানেই ভারতীয় সেনারা, চীনের রাস্তা তৈরির কাজ হচ্ছে দেখতে পায় ৷
চিনা বাহিনীর মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছে ভারতীয় সেনা ৷ লাদাখে স্পেশ্যাল অপারেশন ইউনিট এবং শিখ লাইট ইনফ্যান্ট্রি ট্রুপকে মোতায়েন করা হয়েছে ৷
এর পাশাপাশি কিন্নর ও কুন্নু চারঙ্গ গ্রামে -র রঙ্গরিক ডুম্মা অবধি সীমান্তে অন্ধকার নামলেই ড্রোনের ওড়ার বিষয় লক্ষ্য করা গেছে। এর মাঝে নজরদারি চালানোর সময় মাইন ফেটে এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে৷ চীন সেনারা ওই এলাকায় ভারী যুদ্ধের সরঞ্জাম মোতায়েন করেছে। ভারতীয় সেনারা দ্রুত সেখানে নিয়ে গেছে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক।