

টি-টোয়েন্টিতে সেঞ্চুরি অচেনা পূজারার – Cheteshwar Pujara T20 Maiden Century
এই চেতেশ্বর পূজারাই বৃহস্পতিবার ইন্দোরে মুস্তাক আলি ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে করলেন সেঞ্চুরি।
ভারতীয় ক্রিকেটের আসরে আজ চেতেশ্বর পূজারা নিজেই একটা প্রতিষ্ঠান। শুধু ভারত নয়, গোটা বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান এই পূজারা। কিন্তু এতদিন দেশের জার্সিতে ক্রিকেটের অন্য ফর্মাটে দেখা যেত না সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যানকে। শাস্ত্রী ও বিরাট কোহলির দলের এক নম্বর টেস্ট স্পেশালিস্ট তিনি। যেকোনো বিধ্বংসী বোলিং লাইন-আপের সামনে ঘণ্টার পর ঘণ্টা অনায়াসে ক্রিজে কাটিয়ে দেওয়ার ক্ষমতা আছে তার। এহেন টেস্টের পূজারী, পূজারাই এবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে সেঞ্চুরি হাঁকিয়ে জমিয়ে দিলেন বিশ্বকাপের নির্বাচনকে|
৩১ বছর বয়সী স্টাইলিশ পূজারা টেস্টে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যেই চিহ্নিত হন। জমাটি সীমিত ওভারের ক্রিকেটে পাত্তা পান না বলেই আইপিএলের আসরে তাঁকে নিয়ে টানাটানি হয় না । কিন্তু এই চেতেশ্বর পূজারাই বৃহস্পতিবার ইন্দোরে মুস্তাক আলি ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে করলেন সেঞ্চুরি। আজ অবাক করে ওপেন করতে নেমেছিলেন পূজারা।


ব্যক্তিগত পঞ্চাশে পৌঁছতে নেন মাত্র ২৯ বল। আর পরের পঞ্চাশ আসে ৩১ বলে। তিনি সেঞ্চুরি করতে নেন ৬১ বল। অপরাজিত থাকেন ওই ১০০ রানে ছিল ১৪ বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। আর স্ট্রাইক রেট চোখ কপালে তোলার মতোই, ১৬৩.৯৩। পূজারার দাপটে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৮৮ তোলে সৌরাষ্ট্র। কিন্তু দুই বল বাকি থাকতে ১৯.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রেলওয়েজ (১৯০/৫)।
রেকর্ড বলছে, এই প্রথমবার সৌরাষ্ট্রের কোনও ক্রিকেটার হিসেবে টি-২০ সেঞ্চুরির করলেন। এটি পুজারার জীবনের প্রথম টোয়েন্টি-টোয়েন্টি শতরান। এর আগে যদিও ছ’টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। পূজারা এখনও পর্যন্ত ৫৮টি টি-২০ ম্যাচ খেলে ১০৯৬ রান করেছেন ২৫.৪৮-এর গড়ে। তাঁর স্ট্রাইক ব্যাটিং রেট ১০৫.১৮। ২০১৬ সালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধেই এই টুর্নামেন্টে তিনি ৫৫ বলে ৮১ করেছিলেন। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পূজারাই সর্বোচ্চ স্কোরার ছিলেন। তিনটে সেঞ্চুরি করে সাত ইনিংস মিলিয়ে তাঁর রেকর্ডে ছিল ৫২১ রান। এবার তাহলে, পূজারা চললেন সব ধারাতেই ব্যক্তিগত নৈপূর্ণ দেখতে| দেশ আশায় থাকবে, বিশ্বকাপে পুজারার উপস্থিতিকে দেখতে|