

T20 রেকর্ড – গ্লেন ফিলিপস দ্রুততম সেঞ্চুরির মালিক
মাউন্ট ম্যাঙ্গানিউর বে ওভালে, ফিলিপস (Glenn Phillips) ৫১ বলে ১০৮ রান করেন। তিনি কিউইদের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক …
নিজস্ব সংবাদদাতা: ক্রিকেটে একের পর এক রেকর্ড হয়ে চলেছে। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার আগুনে ব্যাটিংয়ের জন্য নিউজিল্যান্ড ৭২ রানে জিতে যায়। তিন ম্যাচের টি২০ সিরিজে নিউজিল্যান্ড আপাতত ২-০ এগিয়ে গেল। প্রথম টি২০ ম্যাচে পাঁচ উইকেট ক্যারিবিয়ান ক্রিকেটারদের হারিয়ে আগেই তারা সিরিজ ১-০ এগিয়ে ছিল। মাউন্ট ম্যাঙ্গানিউর বে ওভালে, ফিলিপস (Glenn Phillips) ৫১ বলে ১০৮ রান করেন। তিনি কিউইদের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক। মাত্র ৪৬ বলে ডানহাতি ব্যাটসম্যান সেঞ্চুরি করেন।


এই বিধ্বংসী ইনিংসটি সাজানো ছিল ১০টি বাউন্ডারিতে। এর আগে এই মাঠে, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলিন মুনরো ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন। এতদিন সেটাই ছিল সীমিত ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের মধ্যে দ্রুততম। এবার ২৩ বছর বয়সী ফিলিপস, সেই রেকর্ড চূর্ণ করে দিয়েছেন। ফিলিপস জানান, ‘এই খেলাটি দারুণ ভাবে উপভোগ করেছি। ডেভ একজন অসাধারণ ক্রিকেটার যে চাপের মুখে অন্যকে শান্ত রাখতে সাহায্য করে। ওর সঙ্গে জুটিটা অবিশ্বাস্য ছিল। সত্যি দারুণ মজা হলো।’
[ আরও পড়ুন ] দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলো ইংল্যান্ড – প্রথম T20 লড়াই
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অবশ্য দক্ষিণ আফ্রিকার দখলে। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি তুলেছিলেন ডেভিড মিলার। নিউজিল্যান্ড মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩৮ তুলে ফেলেছিল। মাঠে নেমে এর জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ১৬৬ রানের বেশি তুলতে পারেনি। এই ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ বোলাররা তেমন প্রভাব ফেলতে পারেননি। ফাস্ট বোলার কিমো পল ৪ ওভারে দিয়েছেন ৬৪ রান। ২৩ বছরের ফিলিপস তৃতীয় উইকেটে ডেভন কনওয়ের সঙ্গে ১৮৪ রানের পার্টনারশিপ করেন। আর ডেভন কনওয়ে ৩৭ বলে ৬৫ করেন।