

ICC Test Ranking: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে বিরাট
স্মিথকে টপকে শীর্ষস্থানে উঠে এলেন বিরাট কোহলি। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Test Ranking) ব্যাটসম্যানদের তালিকায় ৯২৮ পয়েন্ট পেয়ে শীর্ষে কোহলি।
কোহলি আর রেকর্ড সমর্থক শব্দ। তার সাথে আছে সম্মান। আবার প্রতিদ্বন্দ্বী স্টিভ স্মিথকে টপকে শীর্ষস্থানে উঠে এলেন বিরাট কোহলি। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Test Ranking) ব্যাটসম্যানদের তালিকায় ৯২৮ পয়েন্ট পেয়ে শীর্ষে কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে দিন–রাতের টেস্টে ইডেনে দুরন্ত ১৩৬ রান করেছিলেন ভারত অধিনায়ক। ফলে তিনি স্মিথকে টপকে গেলেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে দিন–রাতের টেস্টে মাত্র ৩৬ রান করেন। এর ফলে তিনি ৯৩১ পয়েন্ট থেকে ৯২৩ পয়েন্টে নেমে যান। নামে আসেন দুইয়ে। আবার শীর্ষে উঠে গেলেন কোহলি। ময়ঙ্ক আগরওয়াল আছেন দ্বাদশ স্থানে। রোহিত শর্মা এই মুহূর্তে রয়েছেন ১৬ তম স্থানে।


ভাল পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মহম্মদ শামিও। টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে ঢুকে পড়েছেন তিনি। ৭৭১ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আছেন তিনি। তাঁর থেকে এক পয়েন্ট বেশি পেয়ে নবম স্থানে ভারতেরই অশ্বিন। ৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে জশপ্রিত বুমরাহ। দীর্ঘদিন চোটের জন্য বাইরে থাকায় ক্রমতালিকায় পিছু হঁটতে হচ্ছে বুমরাহকে। অন্যদিকে, অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে রবীন্দ্র জাদেজা। অশ্বিন রয়েছেন পঞ্চম স্থানে।


র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৯২৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে বিরাট কোহলি। অন্যদিকে ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে দু নম্বরে নেমে গেলেন স্টিভ স্মিথ। ৮৭৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। চার নম্বরে চেতেশ্বর পূজারা। অ্যাডিলেডে অপরাজিত ৩৩৫ রানের ইনিংসের সৌজন্যে ১২ ধাপ ওপরে উঠে আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। একই টেস্টে দুরন্ত শতরানের সুবাদে অসি ব্যাটসম্যান মার্কাস লাবুশানে প্রথমবার দশের মধ্যে চলে এসেছেন। তিনি আছেন আট নম্বরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত দ্বিশতরানের জন্য ইংরেজ অধিনায়ক জো রুট সাত নম্বরে এসেছেন।