

Day Night Test: অস্ট্রেলিয়াতেও দিন-রাতের টেস্ট খেলবে ভারত
সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়বার গোলাপি বলে দিন-রাতের টেস্টে (Day Night Test) অংশ নিতে পারে ভারত।
গোলাপি বলে আবার একবার টেস্ট খেলতে চলেছে বিরাটের টিম ইন্ডিয়া। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়বার গোলাপি বলে দিন-রাতের টেস্টে (Day Night Test) অংশ নিতে পারে ভারত। বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, “ভারত খুব সম্ভবত অস্ট্রেলিয়ায় গিয়ে দিন-রাতের টেস্ট খেলছে।” আগেই অধিনায়ক বিরাট বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট খেলার চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি। গাব্বা কিংবা পারথ, যেখানেই খেলা হোক না কেন, আমাদের সমস্যা নেই। যে কোনও জায়গায় খেলতে আমরা তৈরি। কারণ, টেস্ট সিরিজে দিন-রাতের খেলা সব সময়ই একটা উত্তেজক ব্যাপার। তাই আমরা খেলতে চাই।’
গতবছর নভেম্বরে প্রথম ও একমাত্র গোলাপি বলে টেস্ট খেলেছিল ভারত ইডেন গার্ডেন্সে। গত মাসে অধিনায়ক বিরাট কোহলি জানান, তিনি অস্ট্রেলিয়ায় যেকোনও ভেন্যুতে দিন-রাতের টেস্ট খেলতে প্রস্তুত। গত মাসে ঘরের মাঠে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজ খেলতে নামার আগে ওয়াংখেড়েতে কোহলি বলেন, “আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। গাব্বায় হোক বা পার্থ যে কোনও জায়গায় দিন-রাতের টেস্ট খেলতে আমরা তৈরি। যেকোনও সিরিজে এই টেস্ট নতুন মাত্রা সংযোজন করেছে।”
ভারতের বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ‘অস্ট্রেলিয়ায় আমরা দিন-রাতের টেস্ট খেলব। অপেক্ষা করুন। সরকারি ঘোষণা কিছুদিনের মধ্যে হবে। পারথ বা অ্যাডিলেডের মধ্যে যে কোনও একটা ভেনুতে দিন-রাতের টেস্ট ম্যাচ হতে পারে।’ যদিও এর আগে ২০১৮-১৯ মরশুমে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ভারতকে দিন-রাতের টেস্ট খেলার প্রস্তাব দিলেও অনভিজ্ঞতার অভাবে বিসিসিআই প্রত্যাখ্যান করেছিল। সামনের বছর ভারত সফরে ইংল্যান্ড পাঁচটা টেস্ট খেলবে। সিরিজের দ্বিতীয় টেস্ট যে দিন-রাতের হবে, সেটাও জানান দাদা সৌরভ।