

অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে জয় রাহানের টিম ইন্ডিয়ার
চলতি টেস্ট (India vs Australia 2nd Test) সিরিজে সমতা আনলো রাহানের দল। আজ অস্ট্রেলিয়ার শততম টেস্ট জিতলো রাহানের টিম ইন্ডিয়া।
নিজস্ব সংবাদদাতা: বছরের শেষটা ভারতীয় ক্রিকেট দলের পক্ষে বেশ ভালো কাটলো। অস্ট্রেলিয়ার মাঠে নেমে দ্বিতীয় টেস্টে জয় হাসিল করলো টিম ইন্ডিয়া। নতুন অধিনাক হিসাবে খুব ভালো ভাবে দলকে নেতৃত্ব দিলেন রাহানে। আজ মেলবোর্নে দুরন্ত জয় আসলো টিম ইন্ডিয়ার। একই সাথে চলতি টেস্ট (India vs Australia 2nd Test) সিরিজে সমতা আনলো রাহানের দল। আজ অস্ট্রেলিয়ার শততম টেস্ট জিতলো রাহানের টিম ইন্ডিয়া। বছরের শেষ টেস্ট জিতে দেশবাসীকে নিউইয়ার গিফট দিল টিম ইন্ডিয়া। কিছুটা চাপ মুক্ত হলো রবি শাস্ত্রী।
আসলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন ব্যতিক্রমী বিরাট কোহলি। নেতৃত্বের ভার সামলান রাহানের। প্রথম টেস্টের যাবতীয় হারের আতঙ্ক কাটিয়ে মেলবোর্নে উজ্জ্বল রাহানের টিম।


টিম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০০ রানে। ফলে অস্ট্রেলিয়া মাত্র ৬৯ রানের লিড নেয়। চতুর্থ ইনিংসে ব্যাট হাতে ভারতের সামনে লক্ষ্য মাত্র ৭০ রান। আসলে তৃতীয় দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ১৩৩। অবশিষ্ট ৪ উইকেট নিয়ে তারা যোগ করে ৬৭ রান। গতদিনের অপরাজিত ক্যামরন গ্রিন (১৪৬ বলে ৪৫ রান) ও প্যাট কামিন্স (১০৩ বলে ২২ রান) আউট হওয়ার পর মিচেল স্টার্ক (৫৬ বলে ১৪ রান) ও জশ হ্যাজেলউড (২১ বলে ১০ রান) চেষ্টা করলেও খুব বেশি এগোতে পারে নি। শামির বদলে অভিষেক ম্যাচে ২ ইনিংস মিলিয়ে সিরাজ নিলেন ৫ উইকেট। ফিরাজ, বুমরাহ, অশ্বিন, জাদেজাদের দাপটে অস্ট্রেলিয়া হার মানতে বাধ্য হয়।
বক্সিং ডে’তে ঐতিহাসিক টেস্ট ৮ উইকেটে জিতে অজিদের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া। সামান্য রান তাড়া করতে নেমে আবার ব্যর্থ হন মায়াঙ্ক আগরওয়াল। তিনি চলতি সিরিজে ভাল ফর্মে নেই। আউট হন মাত্র ৫ রানে। এর পরেই ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন পূজারা। মাত্র ১৯ রানের মাথায় ২ উইকেট পড়ে যায়। তখন অ্যাডিলেডের সেই লজ্জার ৩৬ রানের ইনিংস উঁকি দেয়। তবে, সেই চাপ কাটান শুভমন গিল ও অধিনায়ক রাহানে। এই দুই জন অনায়াসে ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন। শুভমন গিল ৩৫ রান, রাহানে করেন ২৭ রান।
[ আরও পড়ুন ] ২০২০ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার রবার্ট লেবানডস্কি
একাধিক সেরাদের অনুপস্থিতিতে বিদেশের মাটিতে ভারতের অবশ্যই এটি অন্যতম সেরা জয়।