

চ্যাম্পিয়ন্স লিগের জুভেন্টাস জয় পেলো – হারলো ম্যানচেস্টার
চ্যাম্পিয়ন্স লিগে ‘জি’ গ্রুপের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে জুভেন্টাস (Juventus FC wins)। মোরাতার জোড়া গোলের পর ব্যবধান বাড়ান পাওলো …
নিজস্ব সংবাদদাতা: নানা অঘটনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে উয়েফা চ্যাম্পিয়ান লীগ। ফেরেন্সভারোস-এর বিরুদ্ধে এবার বড় জয় পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগে ‘জি’ গ্রুপের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে জুভেন্টাস (Juventus FC wins)। মোরাতার জোড়া গোলের পর ব্যবধান বাড়ান পাওলো দিবালা। তবে অন্য গোলটি আত্মঘাতী গোলটি করেন ফ্রাঙ্ক বোলি। অন্য দিকে চ্যাম্পিয়ন্স লিগে মরসুমের প্রথম পরাজয় দখল ম্যানচেস্টার ইউনাইটেড।


ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাল অনামী ইস্তানবুল বাসাকসাহির। তাদের বিরুদ্ধে ২-১ গোলে হারল রেড ডেভিলরা। এই ম্যাচে ডেভিড ডি জিয়া, পগবা, ম্যাকটোমিনরা রিজার্ভ বেঞ্চে বসে ছিলেন। খেলার ১২ মিনিটে ডেম্বা বা’র গোলে এগিয়ে যায় ইস্তানবুল। এরপর ৪০ মিনিটে ভিস্কার গোলে ব্যবধান বাড়িয়ে নেয় ইস্তানবুল। যদিও এর তিন মিনিট বাদে লুক শ’র ক্রস থেকে হেড করে এক গোল শোধ করেন ম্যানচেস্টার উইনাইটেডের মার্শিয়াল। খেলার ফল সেখানেই শেষ হয়।
[ আরও পড়ুন ] চ্যাম্পিয়নস লিগে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ জয়ের মুখ দেখল
এদিকে জুভেন্টাস খেলার সপ্তম মিনিটে দারুণ এক আক্রমণে এগিয়ে যায়। ছয় গজ বক্সে বাড়ানো পাস দারুন দক্ষতায় ছেড়ে দেন ক্রিশ্চিয়ানো। পেছনে ছুটে আসা মোরাতা সেই বল জালে পাঠান। ২৩ মিনিটে স্বাগতিকদের রক্ষণে ভীতি ছড়ান রোনালদো। বল নিয়ে গোলমুখে ঢুকেও পড়েছিলেন তিনি; কিন্তু কালক্ষেপনে সুযোগ হারান। দুই মিনিট পর সমতা টানতে পারতেন অলেকসান্দার জুবকভ। ম্যাচের ৬০ ও ৭২ মিনিটে গোল করেন মোরাতা ও দিবালা। ৮২ মিনিটে প্রতিপক্ষকে একটা গোল হজম করতে হয়। তবে খেলার একেবারে শেষ মিনিটে একটিমাত্র গোলটি পায় ফেরেন্সভারোস।