Lionel Messi comes for Barcelona practice session and Ronaldo will play against Sweden

মেসি এলেন বার্সার প্র্যাকটিসে – সুইডেনের বিপক্ষে রোনাল্ডো

খেলা

নিজে গাড়ি চালিয়েই ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছান মেসি (Messi comes for Barcelona)। বার্সার নতুন নিযুক্ত কোচ কোয়েম্যানে উপস্থিতিতে মাঠে আসেন। ট্রেনিংয়ে …

নিজস্ব সংবাদদাতা: ফুটবলের দুই মহাতারকার জল্পনা কাটতে চলেছে। দীর্ঘ টানাপোড়েন শেষে বার্সেলোনার অনুশীলনে হাজির লিও মেসি। অন্য দিকে সম্পূর্ণ সুস্থ হয়ে নেশনস কাপের পরের ম্যাচে জাতীয় দলে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বার্সা ছেড়ে মেসি আবার অন্য কোথাও গেলেন না। নিজে গাড়ি চালিয়েই ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছান মেসি (Messi comes for Barcelona)। বার্সার নতুন নিযুক্ত কোচ কোয়েম্যানে উপস্থিতিতে মাঠে আসেন। ট্রেনিংয়ে সঠিক সময়েই আসেন আর্জেন্টাইন সুপারস্টার।

Lionel Messi comes for Barcelona practice session and Ronaldo will play against Sweden
Lionel Messi comes for Barcelona practice session and Ronaldo will play against Sweden

তবে তিনি ভাইরাস পরীক্ষার পর সম্পূর্ণ অনুশীলনে নামতে পারবেন। আগামী শনিবার প্রীতি ম্যাচেও দেখা যেতে পারে মেসিকে। এর পাশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শততম আন্তর্জাতিক গোল দেখার অপেক্ষায় আছে সকলে। নেশন্স লিগের পরবর্তী ম্যাচে সুইডেনের বিপক্ষে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন আক্রমণভাগের এই তারকা । সুইডেনের বিপক্ষে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠছেন সিআর সেভেন। তিনি পর্তুগাল জাতীয় দলের হয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করতে পারেননি।

[ আরও পড়ুন ]  মহিলা লাইন জাজকে আঘাত – বহিষ্কৃত জকোভিচ

আজ মঙ্গলবার সলনায় সুইডেনের সাথে খেলবে পর্তুগাল। বিশ্বকাপ কোয়ালিফাইং প্লে অফ ম্যাচে ২০১৩ সালের পর তাদের বিপক্ষে তিনি নামছেন। ওই সময় প্রথম লেগে একমাত্র গোলটি করেছিলেন এই রোনাল্ডো। এইমুহূর্তে ৩৫ বছর বয়সী রোনাল্ডোর আন্তর্জাতিক গোল ৯৯টি। তিনি গোলের সেঞ্চুরি পূরণের লক্ষ্যে মাঠে নামছেন।
বার্সা ভারতীয় মুদ্রায় প্রায় ৬১৪৪ কোটি না দিলে ছাড়তো না মেসিকে। দীর্ঘ টানাপড়েনের পরে সিদ্ধান্ত বদলে মেসি আরও এক মরসুম বার্সায় থাকার কথা জানিয়ে দেন ।

[ আরও পড়ুন ]  শুরু হলো উয়েফা নেশন্স লিগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *