

নেইমারের গোলে ফরাসি কাপ পিএসজির হাতে
নেইমারের শিল্পের ছোঁয়ায় ফরাসি কাপ (French Cup final) পিএসজির হাতে উঠলো। করোনাতে চার মাসের বিরতির পর প্রথমবার শুক্রবার মাঠে নেমেছিল …
নিজস্ব সংবাদদাতা: মেসি আর রোনাল্ডোর পাশে একটু আবছা হয়ে পড়েছিলের তিনি। এবার ঠিক সময়ে তিনি নিজের জাত চেনালেন। নেইমারের শিল্পের ছোঁয়ায় ফরাসি কাপ (French Cup final) পিএসজির হাতে উঠলো। করোনাতে চার মাসের বিরতির পর প্রথমবার শুক্রবার মাঠে নেমেছিল পিএসজি। নেমেই নেইমারের গোলে ১-০ গোলে ফরাসি সেঁত এতিয়েনকে হারিয়ে ফরাসি কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে টমাস টুখেলের ছাত্ররা। এই ম্যাচের ১৪ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি।


ডান প্রান্ত থেকে বিপজ্জনকভাবে ডি-বক্সে ঢুকে যাওয়া এমবাপ্পের এক অসাধারণ শট আটকে দেন এতিয়েনের গোলরক্ষক জেসি মোলি। কিন্তু এরপর মোলিনের হাত ফসকে আসা বলটাকে জালে জড়াতে ভুল করেননি নেইমার। শুক্রবার ম্যাচের ২৯ মিনিটে বিপদে পড়ে পিএসজি। এমবাপের গোড়ালির ওপর বাজেভাবে ট্যাকল করেন এতিয়েনের লোইক পেরিন। লোইক পেরিন লাল কার্ড দেখেন। বেশ কয়েকজন পিএসজি তারকাকে কার্ড দেখিয়ে সতর্ক করা হয়। পায়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়েন এমবাপে।
[ আরও পড়ুন ] আমিরশাহীতে ১৯শে সেপ্টেম্বর শুরু হতে পারে আইপিএল
গতকাল শুক্রবার রাতের ফাইনালে বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলা এতিয়েনকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে টমাস টুখেলের দল। ফরাসি কাপের সফলতম দলটি এই নিয়ে ১৩তম শিরোপা পান। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার পর গত আসরের ফাইনালে রেনের বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল তারা। আগামী ৩১ শে জুলাই ফরাসি লিগ কাপের ফাইনালে লিওঁর বিপক্ষে খেলবে টুখেলের দল। আগামী ১২ই অগাস্ট খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। লিসবনে শেষ আটের ম্যাচে তাদের প্রতিপক্ষ সেরি আর দল আতালান্তা। প্রস্তুর আছেন নেইমার।
[ আরও পড়ুন ] কাতার ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশিত