

Umar Akmal: নিষিদ্ধ হলেন পাক-ক্রিকেটার উমর আকমল
উমর আকমল (Umar Akmal) একজন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। উমর পাকিস্তানের জাতীয় দলের একজন ডানহাতি ব্যাটসম্যান এবং মাঝে মধ্যে …
উমর আকমল (Umar Akmal) একজন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। উমর পাকিস্তানের জাতীয় দলের একজন ডানহাতি ব্যাটসম্যান এবং মাঝে মধ্যে দলের প্রয়োজনে অফস্পিন বলও করে থাকেন। তার উপর নেমে এলো চরম শাস্তি। ‘দুর্নীতিবিরোধী নীতিমালা’ ভাঙার দায়ে উমর আকমলকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আজ পাকিস্তান সুপার লিগের (PSL) নতুন মৌসুম শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে নিষিদ্ধ হলেন উমর। তবে ঠিক কতদিন তাঁকে নিষিদ্ধ থাকতে হবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। আসন্ন পাকিস্তান সুপার লিগের আগে এই নিষেধাজ্ঞায় অসুবিধায় পড়েছে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।


জানা যাচ্ছে, শরীর দেখানোর কারণে নয় বরং দুর্নীতিবিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ হয়েছেন তিনি। পিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট উমর আকমলের বিরুদ্ধে তদন্ত হাতে নিয়েছে। তদন্ত শেষ হওয়া পর্যন্ত কোনো ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না আকমল। পাকিস্তানের ডানহাতি ব্যাটসম্যান-উইকেটরক্ষকের বিরুদ্ধে এসিইউর অনুচ্ছেদ ৪.৭.১ অনুসারে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। এরপর দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে দেখবে।
উমর পাকিস্তান দলের হয়ে মালয়েশিয়া অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলার মাধ্যমে ক্রিকেটের জগতে আবির্ভূত হন। তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৯ সালের ১ আগস্ট একদিনের আন্তর্জাতিকে এবং টেষ্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০০৯ সালে ২৩ নভেম্বর তারিখে আত্মপ্রকাশ করেন। কয়েকদিন আগেই একটি নিষেধাজ্ঞার আশঙ্কায় ছিলেন তিনি। চলতি মাসের শুরুর দিকে বাজে উমর আকমলের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়েছিল। দলের ফিটনেস টেস্টে অংশ নিতে গিয়ে দলের ট্রেনারকে তিনি বলে বসেন, ‘আমার শরীরে মেদ কোথায়?’