

চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের হ্যাটট্রিক, বেনজেমার গোল
স্তানবুল বাসাকসেহিরকে উড়িয়ে দিয়েছে পিএসজি (Hat Trick of Neymar) । দুই বছর পর চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্রট্রিক করলেন নেইমার। একই সাথে …
নিজস্ব সংবাদদাতা: শ্রেষ্টত্বের লড়াইতে নেইমার জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে রোনালদো, মেসির পাশে থাকছে তার নাম। দলকে জেতাতে ঠিক সময়ে গোল করে চলেছেন নেইমার। ইস্তানবুল বাসাকসেহিরকে উড়িয়ে দিয়েছে পিএসজি (Hat Trick of Neymar) । দুই বছর পর চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্রট্রিক করলেন নেইমার। একই সাথে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। ঘরের মাঠে তুরস্কের দলটিকে ৫-১ গোলে হারালো পিএসজি। ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোতে পৌছালো ফরাসি চ্যাম্পিয়নরা। আগের দিন ম্যাচ চলাকালীন বর্ণবাদী মন্তব্যের কারণে সমস্যা তৈরী হয়। ফলে খেলা স্থগিত রাখে উয়েফা।


এদিন হাঁটু গেড়ে বসে এক হাত উপরে তুলে বর্ণবাদ বিরোধী আন্দোলনের পাশে থাকেন রেফারি ও দুই দলের খেলোয়াড়রা। ১৪ মিনিট থেকেই ফ্রি কিকের মাধ্যমে ম্যাচ শুরু হয়। ২১মিনিটে নেইমারের চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় পিএসজি। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ৪২ মিনিটে স্পট কিকে ব্যবধান ৩-০ করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। ৫৭ মিনিটে গোল করে ব্যবধান কমায় বাসাকসেহির। এর ঠিক পাঁচ মিনিট পর ব্যাবধান ৫-১ করেন এমবাপ্পে। এখন ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে পিএসজি।
[ আরও পড়ুন ] UEFA চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর কাছে হার মেসির
এর পাশে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারায় রিয়াল। আর এই দুটি গোলই করেন করিম বেনজেমা। ম্যাচের ৯ মিনিটে হেডে বল জালে পাঠান বেনজেমা। ৩১ মিনিট পর আবার এক নিখুঁত হেডে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ফরাসি ফরোয়ার্ড এই লিগের আসরে চারটি গোল করলেন। খেলার শেষ মিনিটেও হ্যাটট্রিক পূরণের সুযোগ পেয়েছিলেন বেনজেমা। কিন্তু সমেরের বাধা পেরিয়ে তিনি গোল করতে পারেননি। ৬ ম্যাচে ৩টি জয় ও ১টি ড্রয়ে রিয়ালের পয়েন্ট দাঁড়ালো ১০।