SC East Bengal Leaving 9 Players to Bring 3 ATK Mohun Bagan Players

এসসি ইস্টবেঙ্গল ৯জন ফুটবলারকে ছাড়ছে

খেলা

ম্যাচের তিন দিন আগেই ৯জন ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। এই ফুটবলার হলেন, বলবন্ত সিংহ,

নিজস্ব সংবাদদাতা: বেশ সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল। আইএসএল টুর্নামেন্টে কিছুতেই জয় পাচ্ছে না লালহলুদ। কলকাতা দলের পক্ষে এটি যথেষ্ট লজ্জার বিষয়। তাই আগামী ম্যাচের তিন দিন আগেই ৯জন ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। এই ফুটবলার হলেন, বলবন্ত সিংহ, ইউজেনসন লিংডো, সামাদ আলি মল্লিক, সি কে বিনীত, অভিষেক আম্বেকর, গুরতেজ সিংহ, রফিক আলি সর্দার, অনিল চৌহান মহম্মদ ইরশাদ। জানা যাচ্ছে , প্রবল লিংডো ওড়িশা এফসি-তে যোগ দিতে পারেন। এদিকে কোচ রবি ফাউলার ২৮-২৯ জনের বেশি ফুটবলার চাইছেন না দল। তিনি মনে করছেন, ফুটবলার বেশি হওয়ায় অনুশীলনে সমস্যা হচ্ছে।

SC East Bengal Leaving 9 Players to Bring 3 ATK Mohun Bagan Players
SC East Bengal Leaving 9 Players to Bring 3 ATK Mohun Bagan Players

এইমুহূর্তে আইএসএলের লিগ টেবিলে এগারোটা দলের মধ্যে সবচেয়ে নীচে আছে কলকাতার গর্ব এসসি ইস্টবেঙ্গল। ছ’টা ম্যাচের মধ্যে হেরেছে চারটে ম্যাচে। কপাল ভালো অবনমনের আতঙ্ক নেই। ভবিষ্যতে দল যে ঘুরে দাঁড়াবে তার কোনও আশা দেখা যাচ্ছে না। তাই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটিকে মোহনবাগানকে তিনজন ফুটবলারের প্রস্তাব দেওয়া হয়েছে। সরাসরি ক্লাবের পক্ষ থেকে নয়, জানানো হয়েছে ফুটবলারদের এজেন্টের মাধ্যমে। জানা যাচ্ছে এই ফুটবলাররা হলেন গোলকিপার ধীরাজ সিং, ডিফেন্ডার অঙ্কিত মুখোপাধ্যায় সালাম রঞ্জন সিং

[ আরও পড়ুন ] ৬ সেকেন্ডেই রেকর্ড গোল – এসি মিলানের রাফায়েল লেয়াও

তবে এই অনূর্ধ-১৭ বিশ্বকাপ দলে ছিলেন ধীরাজ। এই ধীরাজের নাম নথিভুক্ত করেছে এটিকে মোহনবাগান। বাকি দু’জন অবশ্য এখনও আইএসএলে নথিভুক্ত হননি। অতীতে লাল-হলুদের বিপদের পাশে দাঁড়ানোর নজির আছে সবুজ মেরুনের। প্রথম জাতীয় লিগে চিমা ওকোরি মোহনবাগানে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। মোহনবাগান সেবার খেলতে পারেনি। ফলে মোহনবাগান ক্লাব সভাপতি টুটু বোস স্বয়ং চিমাকে নিয়ে ইস্টবেঙ্গল টেন্টে দিয়ে আসেন। আজ, বৃহস্পতিবার থেকে, চেন্নাইয়িন ম্যাচের জন্য অনুশীলন শুরু করবেন কোচ ফাওলার।

[ আরও পড়ুন ]  ২০২০ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার রবার্ট লেবানডস্কি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *